পাকিস্তানে বিরল ক্রিকেট—৩ বলে আউট ৪ জন, সৌদ শাকিল টাইমড আউট

পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল।সৌদ শাকিলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে

একজন ব্যাটসম্যানের টাইমড আউট হওয়াই বিরল ঘটনা। সেই টাইমড আউটের আগে–পরে মিলিয়ে কারণে মাত্র ৩ বলেই যদি ৪ ব্যাটসম্যান আউট হন, সেটাকে কী বলবেন!

বিস্ময়কর এ ঘটনাই ঘটেছে পাকিস্তানে। তা–ও যেনতেন টুর্নামেন্টে নয়। পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ওয়ানের ফাইনালে। আর টাইমড আউট হওয়া ব্যাটসম্যানটিও বেশ পরিচিতই—সৌদ শাকিল। কদিন আগেই যিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন।

পাকিস্তান দল আগেভাগে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেওয়ার পর কয়েকজন খেলোয়াড় নেমে পড়েছেন প্রেসিডেন্ট ট্রফির ফাইনাল খেলতে। মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু ম্যাচে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মুখোমুখি হয় পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। টসে হেরে ব্যাট করতে নামা এসবিপি ৮৭ রানে প্রথম উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক উমর আমিন।

তবে তিনে নামা উমর বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ রান করে বোল্ড হন মোহাম্মদ শাহজাদের বলে। ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ ফাওয়াদ আলম।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার কথা ছিল শাকিলের। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ৬২ রান করা এই ব্যাটসম্যান নামতে দেরি করছিলেন।

উইজডেনের খবরে বলা হয়, ফাওয়াদ আউট হওয়ার পর চার মিনিট পেরিয়ে গেলেও শাকিল ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেননি। নিয়মানুযায়ী আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। ছেলেদের পেশাদার ক্রিকেটে এটি টাইমড আউটের নবম ঘটনা।

আরও পড়ুন

শাকিলের টাইমড আউট হওয়া উইকেটটি বোলারের ছিল না। পিটিভির শাহজাদ তখনো হ্যাটট্রিকের অপেক্ষায়। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইরফান খান।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই মিডল অর্ডার ব্যাটসম্যান শাহজাদের হ্যাটট্রিক বলে গড়বড় করে ফেলেন। তাঁকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন শাহজাদ। জন্ম হয় বিরল এক ঘটনার—তিন বলের মধ্যে চার ব্যাটসম্যান আউট। যে তিন বলের মধ্যে কোনো ওয়াইড, নো বা অতিরিক্ত বল ছিল না।

হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন মোহাম্মদ শাহজাদ (ডান থেকে তৃতীয়)।
এক্স/পিসিবি মিডিয়া

১ উইকেটে ১২৮ থেকে মুহূর্তেই ৫ উইকেটে ১২৮ রানে পরিণত হয় এসবিপির স্কোর।
পেশাদার ক্রিকেটে এখন পর্যন্ত যে ৯ বার টাইমড আউটের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৭টিই প্রথম শ্রেণির ক্রিকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে দুবার। প্রথমবার ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, পরেরবার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সিয়েরা লিওনের বিপক্ষে ঘানার গডফ্রেড বাকিউইয়েম।