ইংল্যান্ড: ৫০ ওভারের দুঃস্মৃতি কি ২০ ওভারের বিশ্বকাপে ভুলতে পারবে
ইংল্যান্ড

ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ সূচি

গ্রুপ বি
বার্বাডোজ
ইংল্যান্ড
ইংল্যান্ড
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
৪ জুন
রাত ৮–৩০ মি.
গ্রুপ বি
বার্বাডোজ
ইংল্যান্ড
ইংল্যান্ড
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া
৮ জুন
রাত ১১টা
গ্রুপ বি
অ্যান্টিগা
ইংল্যান্ড
ইংল্যান্ড
ওমান
ওমান
১৩ জুন
রাত ১টা
গ্রুপ বি
অ্যান্টিগা
ইংল্যান্ড
ইংল্যান্ড
নামিবিয়া
নামিবিয়া
১৫ জুন
রাত ১১টা

ইংল্যান্ড: ৫০ ওভারের দুঃস্মৃতি কি ২০ ওভারের বিশ্বকাপে ভুলতে পারবে

ইডেনের ওই রাতে নুয়ে পড়া মুখটা কই লুকাবেন, সেটি খুঁজতে থাকা। কিংবা ছয় বছর পর এমসিজিতে তাঁর গর্জন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকসের ওই দুটি ছবিই যেন ইংল্যান্ডের প্রতীকী। ২০১৬ সালের দায়টা ২০২২ সালে এসে মোচন করেছিলেন স্টোকস, তবে সেটির সাক্ষী ঠিক মাঠে থেকে হতে পারেননি তত দিনে অবসরে চলে যাওয়া এউইন মরগান। তা না হোক, জস বাটলারের হাতে শিরোপাটা দেখে একটা চক্রপূরণের তৃপ্তি নিশ্চয়ই পেয়েছিলেন ইংল্যান্ডে সাদা বল-বিপ্লবের অন্যতম পথপ্রদর্শক।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অবসর ভেঙে ফেরা স্টোকস এবার নেই। কিন্তু ইংল্যান্ডের প্রাপ্তির হাতছানি আছে অনেক। মেলবোর্নের ফাইনাল জিতে ইংল্যান্ড গড়েছিল ইতিহাস, প্রথম দল হিসেবে সীমিত ওভারের দুটি বিশ্বকাপই হয়েছিল তাদের। গত বছরের শেষ দিকে ৫০ ওভারের শিরোপা ডিফেন্ড করতে গিয়ে উল্টো নিজেদের ব্যর্থতার অতল এক গহ্বরেই আবিষ্কার করেছিল ইংল্যান্ড।...আরও

ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ স্কোয়াড

জস বাটলার
জস বাটলার
অধিনায়ক, উইকেটকিপার–ব্যাটসম্যান
মঈন আলী
মঈন আলী
অলরাউন্ডার
জনি বেয়ারস্টো
জনি বেয়ারস্টো
উইকেটকিপার–ব্যাটসম্যান

এক নজরে

আইসিসি র‍্যাঙ্কিং
বিশ্বকাপে অংশগ্রহণ
জফরা আর্চার
জফরা আর্চার
ফাস্ট বোলার
হ্যারি ব্রুক
হ্যারি ব্রুক
ব্যাটসম্যান
স্যাম কারেন
স্যাম কারেন
অলরাউন্ডার
বেন ডাকেট
বেন ডাকেট
ব্যাটসম্যান
টম হার্টলি
টম হার্টলি
বাঁহাতি স্পিনার
উইল জ্যাকস
উইল জ্যাকস
অলরাউন্ডার
ক্রিস জর্ডান
ক্রিস জর্ডান
পেস বোলার
লিয়াম লিভিংস্টোন
লিয়াম লিভিংস্টোন
অলরাউন্ডার
আদিল রশিদ
আদিল রশিদ
লেগ স্পিনার
ফিল সল্ট
ফিল সল্ট
উইকেটকিপার ব্যাটসম্যান
রিস টপলি
রিস টপলি
বাঁহাতি পেসার
মার্ক উড
মার্ক উড
ফাস্ট বোলার