নিউজিল্যান্ড: হিসাবে রাখতেই হবে

সূচি

গ্রুপ সি
গায়ানা
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড
আফগানিস্তান
আফগানিস্তান
৮ জুন
ভোর ৫–৩০ মি.
গ্রুপ সি
ত্রিনিদাদ
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ
১৩ জুন
সকাল ৬–৩০ মি.
গ্রুপ সি
ত্রিনিদাদ
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড
উগান্ডা
উগান্ডা
১৫ জুন
সকাল ৬–৩০ মি.
গ্রুপ সি
ত্রিনিদাদ
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড
পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনি
১৭ জুন
রাত ৮–৩০ মি.

নিউজিল্যান্ড: হিসাবে রাখতেই হবে

বিশ্ব আসরে ‘ডার্ক হর্স’ তকমা নিউজিল্যান্ডের জন্য অপরিচিত নয়। কিন্তু দিন শেষে সবচেয়ে ধারাবাহিক দলগুলোর ছোট তালিকাতেই থাকে তারা। টি–টোয়েন্টি বিশ্বকাপও ব্যতিক্রম নয়। শুধু ট্রফিটাই ছুঁয়ে দেখা হয়নি তাদের। সর্বশেষ তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলা একমাত্র দল নিউজিল্যান্ড। এর মধ্যে ২০২১ সালে ফিরতে হয়েছে রানার্সআপ হয়ে। সেটাই এখন পর্যন্ত দলটির সেরা অর্জন।

এবারও ফেবারিট তকমা হয়তো সেভাবে নেই, তবে ভারসাম্যপূর্ণ দলটিকে কেউ হিসাবের বাইরে রাখতে চাইবেন না। নিউজিল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে চারটি টি–টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন উইলিয়ামসন। চোট, বিশ্রাম আর পিতৃত্বকালীন ছুটি মিলিয়ে অবশ্য দীর্ঘদিন আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে দূরে ছিলেন। ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের প্রথম ৩৫টি টি–টোয়েন্টির মধ্যে মাত্র দুটিতে খেলেছিলেন উইলিয়ামসন।...আরও

স্কোয়াড

কেইন উইলিয়ামসন
কেইন উইলিয়ামসন
অধিনায়ক, ব্যাটসম্যান
টিম সাউদি
টিম সাউদি
ডানহাতি পেসার
ট্রেন্ট বোল্ট
ট্রেন্ট বোল্ট
বাঁহাতি পেসার

এক নজরে

আইসিসি র‍্যাঙ্কিং
বিশ্বকাপে অংশগ্রহণ
ফিন অ্যালেন
ফিন অ্যালেন
ব্যাটসম্যান
মাইকেল ব্রেসওয়েল
মাইকেল ব্রেসওয়েল
ব্যাটিং অলরাউন্ডার
মার্ক চ্যাপম্যান
মার্ক চ্যাপম্যান
অলরাউন্ডার
ডেভন কনওয়ে
ডেভন কনওয়ে
উইকেটকিপার ব্যাটসম্যান
লকি ফার্গুসন
লকি ফার্গুসন
ডানহাতি পেসার
ম্যাট হেনরি
ম্যাট হেনরি
ডানহাতি পেসার
ডেরিল মিচেল
ডেরিল মিচেল
ব্যাটিং অলরাউন্ডার
জিমি নিশাম
জিমি নিশাম
ব্যাটিং অলরাউন্ডার
গ্লেন ফিলিপস
গ্লেন ফিলিপস
অলরাউন্ডার
রাচিন রবীন্দ্র
রাচিন রবীন্দ্র
ব্যাটিং অলরাউন্ডার
মিচেল স্যান্টনার
মিচেল স্যান্টনার
বাঁহাতি স্পিনার
ইশ সোধি
ইশ সোধি
লেগ স্পিনার