উগান্ডা: হলুদ–উৎসব হবে কি

সূচি

গ্রুপ সি
গায়ানা
উগান্ডা
উগান্ডা
আফগানিস্তান
আফগানিস্তান
৪ জুন
সকাল ৬–৩০ মি.
গ্রুপ সি
গায়ানা
উগান্ডা
উগান্ডা
পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনি
৬ জুন
ভোর ৫–৩০ মি.
গ্রুপ সি
গায়ানা
উগান্ডা
উগান্ডা
ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ
৯ জুন
সকাল ৬–৩০ মি.
গ্রুপ সি
ত্রিনিদাদ
উগান্ডা
উগান্ডা
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড
১৫ জুন
সকাল ৬–৩০ মি.

উগান্ডা: হলুদ–উৎসব হবে কি

উগান্ডাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রল’ হয় নিয়মিত, বাংলাদেশের মানুষও কথায় কথায় উগান্ডার তুলনা টানে। সেই উগান্ডাই টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে ও একসময়ের চমক-জাগানিয়া দল কেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

অধিনায়ক ব্রায়ান মাসাবা বেশ অভিজ্ঞ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তানের বাবর আজম রেকর্ডটা ভেঙে দেওয়ার আগে তিনিই ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়ক। মিডিয়াম পেসের সঙ্গে লেগ স্পিনও করেন মাসাবা, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে যাওয়া একমাত্র বিশেষজ্ঞ বোলার তিনিই।...আরও

স্কোয়াড

ব্রায়ান মাসাবা
ব্রায়ান মাসাবা
অধিনায়ক; মিশ্র অ্যাকশন বোলার
সাইমন সেসাজি
সাইমন সেসাজি
উইকেটকিপার–ব্যাটসম্যান
রজার মুকাসা
রজার মুকাসা
ব্যাটসম্যান

এক নজরে

আইসিসি র‍্যাঙ্কিং
২২
বিশ্বকাপে অংশগ্রহণ
কসমাস কিয়েউতা
কসমাস কিয়েউতা
পেসার
দিনেশ নাকরানি
দিনেশ নাকরানি
অলরাউন্ডার
ফ্রেড আচেলাম
ফ্রেড আচেলাম
উইকেটকিপার–ব্যাটসম্যান
কেনেথ ওয়াসোয়া
কেনেথ ওয়াসোয়া
অলরাউন্ডার
আলপেশ রামজানি
আলপেশ রামজানি
অলরাউন্ডার
ফ্র্যাঙ্ক এনসুবুগা
ফ্র্যাঙ্ক এনসুবুগা
অলরাউন্ডার
হেনরি সেনিওন্দো
হেনরি সেনিওন্দো
বাঁহাতি স্পিনার
বিলাল হাসুন
বিলাল হাসুন
পেসার
রবিনসন ওবুয়া
রবিনসন ওবুয়া
ব্যাটসম্যান
রিয়াজাত আলী শাহ
রিয়াজাত আলী শাহ
ব্যাটিং অলরাউন্ডার
জুমা মিয়াজি
জুমা মিয়াজি
পেসার
রোনাক প্যাটেল
রোনাক প্যাটেল
ব্যাটসম্যান