সম্প্রচার শেষ ০৯ অক্টোবর ২০২২

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

স্পিনার, কনওয়েতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হার

০৫: ৪৪ , অক্টোবর ০৯

স্বাগত! 

পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ, অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই নেমেছিল তারা। আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ দল।

০৫: ৪৪ , অক্টোবর ০৯

টস

টসে জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

০৫: ৪৯ , অক্টোবর ০৯

নেই মোস্তাফিজ ও সাব্বির; ফিরলেন শরীফুল ও নাজমুল

বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব আল হাসানের ফেরা ছাড়াও আছে আরও দুটি পরিবর্তন। বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমানকে। দলে এসেছেন শরীফুল ইসলাম ও নাজমুল হোসেন। সাকিবকে জায়গা করে দিয়েছেন নাসুম আহমেদ। 

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন। 

০৫: ৫৪ , অক্টোবর ০৯

ফিরলেন মিলনে 

নিউজিল্যান্ড দলে আছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের জায়গায় ফিরেছেন অ্যাডাম মিলনে। গত মার্চের পর থেকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে নামছেন মিলনে। সর্বশেষ ইংল্যান্ডের দ্য হানড্রেড থেকে ছিটকে গিয়েছিলেন তিনি চোটের কারণে।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

০৬: ০২ , অক্টোবর ০৯

আজ ম্যাচের ফল কী হবে?

০৬: ১১ , অক্টোবর ০৯

ওপেনিংয়ে মিরাজ ও নাজমুল 

সাব্বির রহমানকে বাদ দেওয়াতে আরেকটি নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। মিরাজের সঙ্গে এসেছেন দলে ফেরা নাজমুল। সর্বশেষ ৮ ম্যাচে বাংলাদেশের এটি পঞ্চম ওপেনিং জুটি। 

আরও পড়ুন
০৬: ১৯ , অক্টোবর ০৯

জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না মিরাজ

টিম সাউদির বলে মিসটাইমিংয়ে কাভারে ক্যাচ তুলেছিলেন, তবে সূর্যের আলো সরাসরি চোখে পড়ায় সেটি বুঝতেই পারেননি মাইকেল ব্রেসওয়েল। ক্যাচ হতে পারত, হয়েছে চার। মিরাজ অবশ্য বেশিক্ষণ ঝামেলায় ফেলতে পারেননি নিউজিল্যান্ডকে। এক বল পরই মিডঅনে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। ৫ বলে ৫ রান করেছেন আজ। বাংলাদেশের ওপেনিং জুটি আজ টিকল ১.৪ ওভার, তাতে উঠেছে ১২ রান। 

০৬: ২৭ , অক্টোবর ০৯

বাঁচলেন লিটনও 

কাভারে আরেকটি ক্যাচ, আরেকটি মিস। এবার অবশ্য সূর্যের আলোর তেমন প্রভাব নেই, লিটন দাসের তোলা ক্যাচটা মোটামুটি সহজই ছিল। তবে ডানদিকে ডাইভ দিয়ে নিতে গিয়ে ফেলে দিয়েছেন জেমস নিশাম। লিটন বেঁচে গেছেন ০ রানেই। 

এর আগে বোল্টের শর্ট বলে একটি চার মেরেছেন নাজমুল। প্রথম ৩ ওভারে এসেছে মাত্র দুটি বাউন্ডারি। 

০৬: ৩৯ , অক্টোবর ০৯

পাওয়ারপ্লেতে ৪১/০

স্কুপ করে লিটনের মারা চারে শুরু হয়েছিল পাওয়ারপ্লের শেষ ওভার। চতুর্থ বলে কাট করে আরেকটি মেরেছেন নাজমুল। শুরুতে নড়বড়ে থাকা নাজমুলের টাইমিংয়ে আপাতত উন্নতির লক্ষণ। সাউদির তৃতীয় ওভারে উঠেছে ১১ রান, ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪১ রান। এ সময়ে বাউন্ডারি এসেছে ৫টি, সবকটিই চার। 

০৬: ৪৯ , অক্টোবর ০৯

ব্রেসওয়েলের প্রথম ওভারেই নেই লিটন

অষ্টম ওভারে প্রথমবারের মতো আক্রমণে স্পিন, এবং সাফল্য। মাইকেল ব্রেসওয়েলকে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন লিটন, তবে গতি বুঝে উঠতে পারেননি। লেগ সাইডে টেনে খেলতে গিয়ে সরাসরি ক্যাচ দিয়েছেন বোলারের হাতেই। লিটন ফেরার আগে ১৬ বল খেলে করেছেন ১৫ রান, মেরেছেন ২টি চার। আগের ওভারে নিশামকে টেনে মিড অফের ওপর দিয়ে দারুণ টাইমিংয়ে একটি চার মেরেছিলেন তিনি। 

লিটন ও নাজমুলের দ্বিতীয় উইকেট জুটিতে উঠেছে ৪১ রান, ৩৫ বলে।

০৬: ৫৫ , অক্টোবর ০৯

সোধির ১০০তম উইকেট নাজমুল

কমিয়ে আনা লেংথ, গুগলি। ইস সোধিকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে গড়বড় করে ফেললেন নাজমুল। লং অফে থাকা মার্ক চাপম্যানকে পার করাতে পারেননি এ বাঁহাতি। ২৯ বলে ৩৩ রান করে ফিরেছেন, বাংলাদেশ তৃতীয় উইকেট হারিয়েছে ৫৯ রানে। লিটন ও নাজমুল ফিরলেন ৬ রানের মধ্যে। 

নাজমুলের উইকেটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সোধির ১০০তম। সাউদির পর দ্বিতীয় নিউজিল্যান্ড বোলার হিসেবে এ কীর্তি হলো সোধির।

২৯ বলে ৩৩ রান করে ফেরেন নাজমুল
এএফপি
০৭: ০৬ , অক্টোবর ০৯

সোধির ১০১তম উইকেট মোসাদ্দেক 

টাইমিং বা প্লেসমেন্ট—কিছুই ঠিক ছিল না মোসাদ্দেকের। ইস সোধির ওপর চড়াও হতে গিয়ে ওয়াইড মিড অনে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন তিনি ৪ বলে ২ রান করেই। ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

০৭: ১২ , অক্টোবর ০৯

ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার ইয়াসির

স্পিনারদের ওপর চড়াও হচ্ছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা, তবে সুবিধা করতে পারছেন না মোটেও। এবার ব্রেসওয়েলকে তুলে মারতে গিয়ে ধরা পড়লেন ইয়াসির আলী। অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মারতে গিয়ে লং অনে ধরা পড়েছেন ইয়াসির, ৯ বলে ৭ রান করেই। ১৪তম ওভারে ৭৮ রান তুলতে পঞ্চম উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

০৭: ১৪ , অক্টোবর ০৯

সাতে সাকিব, তৃতীয়বারের মতো

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার সাতে ব্যাটিং করতে এলেন সাকিব আল হাসান। এর আগে ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে দুবার এত নিচে ব্যাটিং করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। 

প্রথম ম্যাচে বিশ্রামে থাকার পর আজ দলে ফিরেছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ছিলেন না সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও, তখন সিপিএলে খেলছিলেন তিনি। 

০৭: ২১ , অক্টোবর ০৯

আক্রমণে ফিলিপস

৪৬ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠ বারের মতো বোলিং করতে এলেন গ্লেন ফিলিপস। ক্রিজে দুই বাঁহাতি, ফলে পার্টটাইম অফ স্পিনার ফিলিপসকে এনেছেন উইলিয়ামসন। প্রথম ওভারে ফিলিপস দিয়েছেন ৮ রান। 

দলের মূল অফ স্পিনার ব্রেসওয়েলের বোলিং শেষ হয়েছে আগেই। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। 

আপাতত বাংলাদেশের ইনিংস পথ ভুলে বসেছে। 

০৭: ২৯ , অক্টোবর ০৯

বোল্টে এলোমেলো আফিফের স্টাম্প

ফুল, স্ট্রেইট, কুইক—ট্রেন্ট বোল্টের এমন ডেলিভারির কোনো জবাব ছিল না আফিফ হোসেনের কাছে। ২৬ বলে ২৪ রান করে বোল্ড হয়ে ফিরেছেন আফিফ। সাকিবের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ২০ বলে ২৪ রান।  

এর আগে ৮ রানে অ্যাডাম মিলনের হাতে জীবন পেয়েছিলেন আফিফ।

০৭: ৩৫ , অক্টোবর ০৯

ফিরলেন সাকিবও

বড় শটের চেষ্টা সফল হচ্ছে না কোনোভাবেই। সাউদির স্লোয়ারে অমন শট খেলতে গিয়ে কাভারে ক্যাচ তুললেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন ১৬ বলে ১৬ রান করেই। ২ ওভার বাকি থাকতে অষ্টম উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

০৭: ৪০ , অক্টোবর ০৯

প্রথম ছক্কা, দ্বিতীয়ও 

১৯তম ওভারের পঞ্চম বলে এল ইনিংসের প্রথম ছক্কা। তার পরের বলে এসেছে আরেকটি। সোধিকে স্লগ সুইপ করে ছয় দুটি মেরেছেন নুরুল হাসান। অবশ্য পরের ওভারের প্রথম বলেই ফিরেছেন তাসকিন, বোল্টের বলে ক্যাচ তুলেছেন। 

০৭: ৪৫ , অক্টোবর ০৯

১৩৭ রানে থামল বাংলাদেশ

প্রথম ম্যাচে প্রশ্ন উঠেছিল ইয়াসির আলীকে সাতে খেলানো নিয়ে। আজ দলের অধিনায়ক এলেন সাত নম্বরে, আটে সহ-অধিনায়ক। আটে নামা নুরুল শেষ পর্যন্ত খেলেছেন ১২ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ধুঁকতে ধুঁকতে গেছে ১৩৭ রান পর্যন্ত।

অবশ্য শুধু ব্যাটিং অর্ডার নয়, ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েই আছে বড়সড় প্রশ্ন।

দ্বিতীয় ওভারেই মিরাজকে হারানোর পর নাজমুল ও লিটন পুনর্গঠনের কাজ একটু করেছিলেন, তবে মাঝের ওভারগুলোতে খেই হারায় বাংলাদেশের ইনিংস। ২৫ রানের মধ্যে ৪ উইকেট হারানোর চাপ আর সামাল দেওয়া হয়ে ওঠেনি তাদের।

ওই সময়ে বাংলাদেশ ৪টি উইকেটই হারিয়েছে দুই স্পিনার মাইকেল ব্রেসওয়েল ও ইস সোধির বলে। অবশ্য স্পিনারদের লাইন বা লেংথ না বুঝেই চড়াও হতে চেয়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। সে সবের মাশুলও গুণতে হয়েছে। বড় বাউন্ডারি পার করার চেষ্টাও সফল হয়নি।

গতকাল রাতের ম্যাচে আগে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড, আজ সে কাজটি করতে হয়েছে বাংলাদেশকে।

শেষ ২ ওভারের নুরুলের ব্যাটিংয়ে বাংলাদেশ তুলেছে ২৭ রান। তবে ১৪০-এর আগেই থামতে হয়েছে সাকিবের দলকে।

এএফপি
০৭: ৫৯ , অক্টোবর ০৯

টি-টোয়েন্টিতে ১০০ উইকেট

পঞ্চম বোলার হিসেবে আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁলেন ইস সোধি।

০৮: ১১ , অক্টোবর ০৯

৩ ওভারে ১৫/০

তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের পর হাসান মাহমুদ—প্রথম ৩ ওভার করেছেন তিন জন পেসার। তাসকিনের প্রথম ওভারে ফিন অ্যালেন একটি চার মারলেও পরের দুই ওভারে বাউন্ডারি আসেনি কোনো। ৩ ওভারে উঠেছে ১৫ রান। 

০৮: ১৬ , অক্টোবর ০৯

প্রথম ব্রেকথ্রু দিলেন শরীফুল 

বাংলাদেশ ইনিংসে প্রথম ছক্কা দেখতে অপেক্ষা করতে হয়েছিল ১৯তম ওভার পর্যন্ত। নিউজিল্যান্ড ইনিংসে সেটি দেখা গেল চতুর্থ ওভারেই। শরীফুলের লেগ স্টাম্পের ওপর ফুললেংথের বলটি ফ্লিক করে দারুণ টাইমিংয়ে স্কয়ার লেগের বাইরে পাঠিয়েছেন অ্যালেন। ৯৬ মিটার লম্বা ছক্কার পর আবার ঘুরিয়ে খেলেছিলেন অ্যালেন। এবার লেংথ ছিল শর্ট, অ্যালেন ধরা পড়েছেন স্কয়ার লেগে নাজমুলের হাতে। ১৮ বলে ১৬ রান করে ফিরেছেন নিউজিল্যান্ড ওপেনার। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ২৪ রানে। 

০৮: ২১ , অক্টোবর ০৯
০৮: ২৮ , অক্টোবর ০৯

পাওয়ারপ্লেতে ৪০/১

তাসকিনের করা ষষ্ঠ ওভারে এসেছে ৪ রান, পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ড অ্যালেনের উইকেট হারিয়ে তুলেছে ৪০ রান। এ সময়ে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৪১ রান। তবে পাওয়ারপ্লের পরপরই স্পিনে হুমড়ি খেয়ে পড়েছিল বাংলাদেশ দলের দলের ব্যাটিং। 

সপ্তম ওভারে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে এনেছেন সাকিব। 

০৮: ৪০ , অক্টোবর ০৯

সাকিবকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠালেন কনওয়ে

প্রথম বলে লেগ সাইডের বাইরে পেয়ে চার মেরেছিলেন কনওয়ে। সাকিবের করা প্রথম ওভারে এরপর সতর্কই ছিলেন। পরের ওভারে চড়াও হলেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে মারা কনওয়ের ছক্কায় হারিয়ে গেছে বলই! 

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৭০ রান।

০৮: ৪৯ , অক্টোবর ০৯

ফিফটি জুটি

 ফিন অ্যালেনের উইকেটের পর নিউজিল্যান্ডকে বেশ ভালোভাবে এগিয়ে নিয়েছেন উইলিয়ামসন ও কনওয়ে। শুরুতে সেভাবে টাইমিং হচ্ছিল না, তবে সময় নিয়েছেন কনওয়ে। উইলিয়ামসন সঙ্গ দিয়ে গেছেন তাঁকে। দুজনের জুটি পেরিয়েছে ফিফটি। ৫৪ বলে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ৬১ রান। 

০৯: ০০ , অক্টোবর ০৯

কনওয়ের ফিফটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আউট হওয়ার পর হতাশায় নিজের ব্যাটে ঘুষি মেরেছিলেন ডেভন কনওয়ে। হাতই ভেঙে গিয়েছিল তাতে তাঁর। ওই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে খেলা হয়নি কনওয়ের।

আজ ব্যাট বদলানোর প্রয়োজন হলো তাঁর। ম্যাচের শুরু থেকেই ব্রডকাস্টিংয়ে ধারাভাষ্যকারদের সঙ্গে সরাসরি কথা বলছিলেন কনওয়ে। ব্যাট বদলানোর পর ধারাভাষ্যে থাকা সাবেক ক্রিকেটার কেটি মার্টিন সতর্ক থাকতে বলছিলেন কনওয়ে। কনওয়ে জবাব দিলেন, ‘কেটি, শিক্ষা হয়েছে আমার!’

নতুন ব্যাটে তাসকিন আহমেদকে কাট করে চার মেরেছেন কনওয়ে। এরপর গ্লাইড করে মেরেছেন আরেকটি। পরের শটে সময় নিয়েছেন, টাইমিং ছিল দারুণ। তাসকিনের ওই ওভারে উঠেছে ১১ রান।

পরের ওভারের প্রথম বলে শরীফুল ইসলামকে দারুণ একটি কাভার ড্রাইভে চার মেরে আন্তর্জাতিক টি-তোয়েন্টির পঞ্চম ফিফটি পূর্ণ করেছেন কনওয়ে। এ বাঁহাতির মাইলফলকে যেতে লেগেছে ৩৬ বল।

ফিফটি পেয়েছেন কনওয়ে
এএফপি
০৯: ১০ , অক্টোবর ০৯

ফিরলেন উইলিয়ামসন

পিচের গতি বুঝতে ঝামেলা করে ফেললেন কেইন উইলিয়ামসনও। হাসান মাহমুদের বলে তুলে মারতে গিয়ে মিড অনে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। কনওয়ের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৬৬ বলে ৮৫ রান। নিউজিল্যান্ডকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে এ জুটি।  

০৯: ২৬ , অক্টোবর ০৯

৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড

শরীফুল ইসলামকে লং অনের ওপর দিয়ে মারা গ্লেন ফিলিপসের ছক্কায় নিশ্চিত হলো নিউজিল্যান্ডের জয়। ফিলিপস এরপরই ছুটে গিয়েছেন বাউন্ডারির বাইরে। তাঁর শট গিয়ে লেগেছিল এক দর্শকের শরীরে। 

শেষে মাঠের বাইরের ওই অস্বস্তি বাদ দিলে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড জিতেছে বেশ ভালোভাবেই।

ফিন অ্যালেন ফিরেছিলেন চতুর্থ ওভারে। তবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বাতিল করে দিয়েছেন ডেভন কনওয়ে। কেইন উইলিয়ামসনের সঙ্গে তাঁর ৮৫ রানের জুটি নিশ্চিত করেছে, রানতাড়ায় নিউজিল্যান্ডের ওপর চাপ আসছে না।

১৩৭ রান তাড়ায় কনওয়ে অপরাজিত থেকেছেন ৫১ বলে ৭০ রানে। ৮ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড।  দ্বিতীয় ম্যাচে এসে নিউজিল্যান্ডের এটি প্রথম জয়। দুই ম্যাচ খেলার পর জয়শূন্য বাংলাদেশ।