ফিফটিতে সবাইকে ছাড়িয়ে কোহলি, আবারও ‘পরকে আপন’ করে নিল বেঙ্গালুরু

অপরাজিত ৭৩ রান করার পথে বিরাট কোহলি। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষেছবি: রয়টার্স

প্রতিশোধ!

এক দিন আগেই দুই দল মুখোমুখি হয়েছিল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা সহজেই জিতেছিল পাঞ্জাব কিংস। মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফিরতি ম্যাচে অনায়াসে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিশোধ নয়তো কী!

নিজেদের মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৭ রানে আটকে যায় পাঞ্জাব। জবাবে ৭ বল আর ৭ উইকেট বাকি থাকতেই লক্ষ্য টপকে গেছে বেঙ্গালুরুর।

রান তাড়ায় বিরাট কোহলির জুড়ি মেলা ভার। ইদানীং রেকর্ডের হাতছানি নিয়েই তিনি ব্যাটিংয়ে নামেন। আজ আরেকবার লক্ষ্য তাড়া করতে নেমে ৭৩ রানে অপরাজিত থাকলেন কোহলি, দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন।

পাঞ্জাব কিংসকে অল্পতেই বেঁধে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ছবি: রয়টার্স

শুধু কি তাই? আজ পঞ্চাশ ছুঁয়েই আইপিএলে ফিফটিতে সবাইকে ছাড়িয়ে গেলেন। ৬৭ ফিফটি নিয়ে তিনিই এখন সবার ওপরে। ৬৬ ফিফটি করা ডেভিড ওয়ার্নার নেমে গেছেন দুইয়ে।

আরও পড়ুন

৩৮ পেরোনো ওয়ার্নার এবারের আইপিএলে দল পাননি। ভবিষ্যতেও পাবেন বলে মনে হন না। ৫৩ ফিফটি নিয়ে তিনে থাকা শিখর ধাওয়ান পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তাই আইপিএলে ফিফটির সংখ্যায় কোহলিকে কেউ সহসা যে ছুঁতে পারবে না, তা নিশ্চিত করে বলাই যায়।

আজকের জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে বেঙ্গালুরু, পাঞ্জাব নেমে গেছে চারে। ৮ ম্যাচে ৫ জয়ে দুই দলেরই পয়েন্ট সমান ১০ করে। তবে পাঞ্জাবের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে এক ধাপ ওপরে আছে বেঙ্গালুরু।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতানোর পর কোহলির গর্জন
ছবি: রয়টার্স

অবশ্য এই জয়ের পরও বেঙ্গালুরু সমর্থকদের কিছুটা আক্ষেপ থাকার কথা। নিজেদের মাঠে অন্তত একটা ম্যাচ জিতলেই যে পয়েন্ট তালিকার চূড়ায় উঠে আসত বেঙ্গালুরু! কিন্তু আইপিএলের এই মৌসুমে চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির দল এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। যে পাঁচ ম্যাচ জিতেছে, সবই প্রতিপক্ষের মাঠে। এবার যেন ঘরই হয়ে উঠেছে বেঙ্গালুরুর পর আর পরের মাঠ হয়ে উঠেছে আপন!

আজ আরেকবার ‘পরকেই আপন’ করে নিল ভারতের কর্ণাটক রাজ্যের ফ্র্যাঞ্চাইজিটি।

সংক্ষিপ্ত স্কোর

পাঞ্জাব কিংস: ২০ ওভারে ১৫৭/৬ (প্রভসিমরান ৩৩, শশাঙ্ক ৩১*, ইংলিস ২৯, ইয়ানসেন ২৫*, আর্য ২২; ক্রুনাল ২/২৫, সুয়াশ ২/২৬, শেফার্ড ১/১৮)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৮.৫ ওভারে ১৫৯/৩ (কোহলি ৭৩*, পাড়িক্কাল ৬১, পতিদার ১২, জিতেশ ১১*; অর্শদীপ ১/২৬, ব্রাব ১/২৭, চাহাল ১/৩৬)।

ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।