বুমরার নতুন উদ্‌যাপনের কারণ তাহলে এই

এক ফুটবল তারকার উদ্‌যাপন অনুকরণ করেছেন যশপ্রীত বুমরাছবি : এএফপি

প্রায় সব ক্রীড়াবিদেরই উদ্‌যাপনের নিজস্ব ধরন থাকে। কেউ কেউ জনপ্রিয় তারকার উদ্‌যাপন অনুকরণ করেন। এ ক্ষেত্রে ফুটবল তারকারাই এগিয়ে। তাঁদের উদ্‌যাপনই বেশি ‘নকল’ করতে দেখা যায়।

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ যেমন উইকেট শিকারের পর ট্রেডমার্ক ‘সিউ’ সেলিব্রেশন করে বুঝিয়ে দেন, তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত। এবার নতুন বলে সিরাজের সঙ্গী যশপ্রীত বুমরাকেও সে রকম কিছু করতে দেখা গেল।

দিল্লিতে কাল আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ইব্রাহিম জাদরানকে আউট করার পর দুচোখ বন্ধ করে কপলে আঙুল (তর্জনী) রাখেন বুমরা। এই উদ্‌যাপনটা ফুটবল দর্শকদের চেনা। এটি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের উদ্‌যাপন। রোনালদোর ‘সিউ’, কিলিয়ান এমবাপ্পের ‘আর্ম ফোল্ড’–এর মতো রাশফোর্ডের উদ্‌যাপনেরও একটা নাম আছে—‘টেম্পল পয়েন্ট’। বুমরা কাল রাশফোর্ডকেই অনুকরণ করেছেন।

মার্কাস রাশফোর্ডের ‘টেম্পল পয়েন্ট’
ছবি : এএফপি

২০২১–২২ মৌসুমটা বাজে কেটেছিল রাশফোর্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ৩২ ম্যাচে করেছিলেন মাত্র ৫ গোল। তবে ২০২২–২৩ মৌসুমে তাঁর সেরাটা দেখা গেছে। নিজে করেছেন ৩০ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর পর থেকে ‘টেম্পল পয়েন্ট’ উদ্‌যাপন করে আসছেন রাশফোর্ড। মূলত এর মাধ্যমে তিনি মানসিক স্বাস্থ্যকে ইঙ্গিত করেন।

আরও পড়ুন

বুমরার গল্পটা একই ধরনের না হলেও কিছুটা মিল তো আছেই। পিঠের চোটে প্রায় ১১ মাস মাঠে বাইরে ছিলেন। গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩২৭ দিন পর ভারতীয় দলে ফিরেই হয়েছিলেন ম্যাচসেরা। সর্বশেষ এশিয়া কাপেও ভালো করেছেন। ছন্দটা ধরে রেখেছেন বিশ্বকাপেও। চেন্নাইয়ে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ের দিনে ২ উইকেট নিয়েছিলেন বুমরা। দিল্লিতে কাল আফগানদের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। তবে রাশফোর্ডের উদ্‌যাপন অনুকরণ করেছেন প্রথম উইকেটটি পাওয়ার পর।

প্রশ্ন উঠতে পারে, এত ফুটবলার থাকতে রাশফোর্ডের উদ্‌যাপনকেই কেন অনুকরণ করতে গেলেন বুমরা? ভারতীয় গতি তারকার ফুটবলপ্রেম সম্পর্কে অনেকেরই কমবেশি জানা। ক্লাব ফুটবলে তিনি রাশফোর্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত। ২০২১ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় রেড ডেভিলদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গিয়েছিলেন। তাঁকে সে সময় জার্সিও উপহার দিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ।
প্রিয় ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়ের উদ্‌যাপনকেই তাই নিজের উইকেটপ্রাপ্তির উদ্‌যাপনে টেনে এনেছেন বুমরা।