আমিই বাবরকে অধিনায়ক করতে বলেছিলাম

ছন্দে ফিরেছেন বাবরছবি: এএফপি

এই না হলে পাকিস্তান! নিজেদের সঙ্গে জড়িয়ে থাকা ‘অননুমেয় দল’ তকমাটা যে ভুল নয়, তা আরেকবার প্রমাণ করেছে পাকিস্তান দল। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে থাকা দলটিই এখন পাশার দান বদলে দিয়ে ফাইনালে। বিপর্যয়ের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে যাওয়ার পর থেকেই প্রশংসার বন্যায় ভাসছেন বাবর-রিজওয়ানরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পরই অন্যদের মতো পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবার বলেছেন, বাবরকে অধিনায়ক করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতিকে নাকি তিনিই বলেছিলেন।

২০১৯ সালের অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে পাকিস্তানের অধিনায়ক করা হয় বাবরকে। সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এহসান মানি। আর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইমরান। পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান দাবি করেছেন, তিনিই মানিকে বলেছিলেন বাবরকে অধিনায়ক করতে।

১৯৯২ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে ইমরান খান।
ফাইল ছবি

ইমরান বলেছেন, ‘আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমাদের ক্রিকেট খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল। সে সময় আমি তাকে শুধু দুবার খেলতে দেখেছিলাম। এরপর তাৎক্ষণিকভাবে আমি বোর্ডপ্রধানকে বলি, “অবশ্যই তাকে অধিনায়ক করতে হবে।’”

আরও পড়ুন

বিশ্বকাপের শুরু থেকে ছন্দহীনতায় ভুগছিলেন বাবর। প্রথম চার ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে ০, ৪, ৪ ও ৬। তবে সেমিফাইনালে দলের প্রয়োজনে জ্বলে উঠে বাবর প্রমাণ করেছেন, কেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। পাকিস্তানকে ফাইনালে তোলার পথে বাবর করেছেন ৪২ বলে ৫৩ রানের ইনিংস।

উদ্বোধনী জুটিতে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তাঁর গড়া ১০৫ রানের জুটিটিই গড়ে দেয় জয়ের ভিত। দারুণভাবে জ্বলে ওঠা বাবরের প্রশংসায় ইমরান বলেছেন, ‘সে একজন বিশ্বমানের খেলোয়াড়। বেশ ব্যতিক্রমও বটে। আর আমি এমন বৈচিত্র্যময় ও নিখুঁত টেকনিকসম্পন্ন খেলোয়াড় আর দেখিনি। স্ট্রোক প্লে এবং টেম্পারামেন্টও দারুণ।’

বাবরকে কেন অধিনায়ক করতে বলেছিলেন, এর ব্যাখ্যায় ইমরান বলেছেন, ‘তাকে অধিনায়ক করা যৌক্তিক ছিল। কারণ, আপনি চাইবেন আপনার অধিনায়ক বিশ্বমানের হোক। যাতে সে সম্মানও আদায় করতে পারে।’