টানা ১১ মৌসুমে প্রথম ম্যাচে হার, পান্ডিয়ার নেতৃত্বে আজ কি ভাগ্য বদলাবে মুম্বাইয়ের

মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াএক্স/মুম্বাই ইন্ডিয়ানস

নতুন অধিনায়ক, চ্যালেঞ্জটা পুরোনো। মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সামনে শিরোপা জেতার চ্যালেঞ্জ তো আছেই। সঙ্গে আরও একটি চ্যালেঞ্জ। সেটা টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়া।

পাঁচবারের চ্যাম্পিয়নরা ২০১২ সালের পর অর্থাৎ টানা ১১ মৌসুম আইপিএলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পায়নি। সর্বশেষ ২০২৩ সালের আইপিএলে তারা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। আজ রাত আটটায় আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে খেলবে মুম্বাই। দলটির নতুন অধিনায়ক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম ম্যাচে জয়ের খরা কি কাটবে?

গুজরাটের সঙ্গে পান্ডিয়ার সম্পর্কও বিশেষ। আইপিএলে গুজরাটের খেলা প্রথম দুই আসরে এই পান্ডিয়াই নেতৃত্ব দিয়েছেন। প্রথম আসরে করেছেন চ্যাম্পিয়ন, পরের আসরে রানার্সআপ। সেই গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন পান্ডিয়া।

২০০৮ সালে আইপিএল শুরুর পর টানা ৪ বছর অর্থাৎ ২০১২ সাল পর্যন্ত মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছিল মুম্বাই। এরপর থেকে ভালো শুরু করার স্বাদটা আর পায়নি দলটি। মজার তথ্য, প্রথম ম্যাচে জয় পাওয়া কোনো মৌসুমেই শিরোপা জেতেনি মুম্বাই। আর প্রথম ম্যাচে হারা ১১ মৌসুমের মধ্যে এ দলটি শিরোপা জিতেছে ৫টিতে। গত বছর তারা খেলেছে কোয়ালিফায়ার।

আরও পড়ুন

২০১৩ সালে মৌসুমের প্রথম ম্যাচে হারার বৃত্ত শুরু হয়েছিল মুম্বাইয়ের। সেবার মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২ রানে হারে মুম্বাই। এর পর থেকে দলটির অধিনায়ক ছিলেন রোহিত। পরের দুই মৌসুমে রোহিতের মুম্বাই প্রথম ম্যাচে হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। কলকাতার বিপক্ষে এই দুই ম্যাচে লড়াই-ই করতে পারেনি তারা।

এবার কি প্রথম ম্যাচ জিততে পারবে মুম্বাই
এক্স

২০১৬ ও ২০১৭ মৌসুমে মুম্বাই প্রথম ম্যাচে হারে রাইজিং পুনে সুপার জায়ান্টসের কাছে। এই দুই ম্যাচও একতরফাভাবে জিতেছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। ২০১৮ সালে প্রথম ম্যাচের জয়খরা কাটানোর খুব কাছে গিয়েও চেন্নাইয়ের কাছে ১ উইকেটে হেরে যায় মুম্বাই। পরের দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাইয়ের কাছে হেরেছে তারা।

সর্বশেষ দুই মৌসুমে প্রথম ম্যাচে রোহিতরা হেরেছিল ফাফ ডু প্লেসি–বিরাট কোহলিদের বেঙ্গালুরুর কাছে। অর্থাৎ রোহিত অধিনায়ক হিসেবে কখনোই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বাইয়ে জয় এনে দিতে পারেননি। পান্ডিয়া কি আজ মুম্বাইয়ের ভাগ্য বদলাতে পারবেন? ভাগ্য যদি বদলায়ই, তাহলে কি প্রথম ম্যাচ জয়ের পর শিরোপা জিততে না পারার বৃত্তে থাকবে পান্ডিয়ার মুম্বাই!

আরও পড়ুন