পাকিস্তানের দলীয় সংগীত না বাজানো নিয়ে মজা নিলেন ভনও

বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের জাতীয় সংগীত গাইছেন আফ্রিদি–রিজওয়ানরাছবি : আইসিসি

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শতভাগ সাফল্যের ধারা এবারও ধরে রেখেছে ভারত। বাবর আজমের দলকে রোহিত শর্মারা উড়িয়ে দিয়েছেন ৭ উইকেটে

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ হয়ে গেছে এক সপ্তাহ আগে। তবু এ নিয়ে আলোচনা চলছেই। এখনকার আলোচনা যতটা না সেদিনের ব্যাট–বলের একপেশে লড়াই নিয়ে, তার চেয়েও বেশি ম্যাচের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পরিবেশ নিয়ে।

১ লাখ ৩২ হাজার ভারতীয় দর্শক গ্যালারিকে ‘নীল সমুদ্র’ তো বানিয়েছিলেনই, স্টেডিয়ামের বাইরেও জড়ো হয়েছিলেন হাজার হাজার সমর্থক। গুটি কয়েক পাকিস্তানি মাঠে ঢুকতে পারলেও তাঁদের দুয়ো দেওয়া হয়েছে। এমনকি টসের সময় বাবরকেও দুয়ো শুনতে হয়েছে।

ভারত–পাকিস্তান ম্যাচে আহমেবাদের গ্যালারি যেন নীল সমুদ্র হয়ে উঠেছিল
ছবি : এএফপি

অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়িয়েছিল যে মাঠের বাইরের আবহ দেখে ভেতরে ঢোকার সাহস দেখাননি ‘শিকাগো চাচা’ নামে পরিচিত পাকিস্তানের এক সমর্থক। নিজের নিরাপত্তার স্বার্থে ম্যাচ চলার সময় পুলিশের গাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি।

ভারতের কাছে বাজেভাবে হারের পর এসব কারণকে অজুহাত হিসেবে দাঁড় করাতে না চাইলেও পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার দাবি করেছিলেন, তাঁর কাছে বিশ্বকাপ আইসিসির নয়, বিসিসিআইয়ের ইভেন্ট মনে হচ্ছে। আর্থার একই সঙ্গে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের দলীয় সংগীত হিসেবে পরিচিত ‘দিল দিল পাকিস্তান’ না বাজানোর প্রসঙ্গও টানেন।

পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার
ছবি : আইসিসি

আর্থারের সেই মন্তব্যের জবাবে পাকিস্তান দলকে খোঁচা দিয়েছিলেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। বলেছিলেন, ‘আমরা গানটি কখন বাজাতাম? বাবর আর রিজওয়ান আউট হওয়ার পর নাকি শাহিন আফ্রিদির বলে রোহিত ছক্কা মারার পর?’

‘দিল দিল পাকিস্তান’ গানটি না বাজানো নিয়ে এবার হাসিঠাট্টায় মেতেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন মজা করে বলেছেন, আহমেদাবাদের ডিজেকে রোহিত শর্মা নিষেধ করেছিলেন বলেই ভারত–পাকিস্তান ম্যাচে গানটি বাজানো হয়নি। ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের একটি পডকাস্টে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলোচনায় অংশ নেন ভন।

সেখানে রোহিতকে প্রশংসায় ভাসাতে গিয়ে সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘রোহিতের কৌশল, ম্যাচের পরিস্থিতি বোঝার ক্ষমতা, খেলোয়াড় ব্যবস্থাপনা অসাধারণ। তবে ওর সেরা পদক্ষেপ ছিল ডিজেকে ‘‘দিল দিল পাকিস্তান’’ গানটি বাজাতে না দেওয়া। রোহিত ডিজেকে বলেছে, “তুমি যদি দিল দিল পাকিস্তান বাজাও, তাহলে পাকিস্তান জিতে যাবে। এই অনুপ্রেরণামূলক গানটি যেন ওদের (পাকিস্তান দলের) কান পর্যন্ত না পৌঁছায়।”এর ফলেই ভারত জিতেছে। রোহিত এসব ব্যাপারে অনেক এগিয়ে।’