বিশ্বকাপের জন্য যে দল পেয়েছেন, তা নিয়েই খুশি ভারতের কোচ দ্রাবিড়

ভারতের কোচ রাহুল দ্রাবিড়ফাইল ছবি

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদব—এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলটিকে শক্তিশালী আর ভারসাম্যপূর্ণই বলতে হবে। কিন্তু তারপরও ভারতের সমর্থকদের কিছু আক্ষেপ আছে—ইশ্‌, চোটের কারণে যদি রবীন্দ্র জাদেজা ছিটকে না পড়তেন! এই আক্ষেপের সঙ্গে আবার আছে শঙ্কাও—শেষ পর্যন্ত যদি চোট বিশ্বকাপ থেকে ছিটকে ফেলে জসপ্রিত বুমরাকে!

এ ছাড়া ফাস্ট বোলার মোহাম্মদ শামি অথবা আবেশ খানদের মতো দু–একজনের না থাকা নিয়েই কথা বলছেন কেউ কেউ। ভারতের কোচ রাহুল দ্রাবিড়সহ টিম ম্যানেজমেন্ট অবশ্য যে দল পেয়েছেন, তা নিয়েই খুশি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের আগে গতকালের সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল নিয়ে কথা উঠেছিল। সেই সংবাদ সম্মেলনেই দল নিয়ে খুশি থাকার কথা বলেছেন দ্রাবিড়।

বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছেন বুমরা
বিসিসিআই

দ্রাবিড় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা কোন ধরনের সমন্বয় চাই, তা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। কোন একাদশ খেলাতে চাই, সেটা নিয়েও আমাদের স্পষ্ট ধারণা ছিল। এ ছাড়া কোন দক্ষতার খেলোয়াড় চাই, সেটাও আমাদের জানা ছিল। আমরা বিশ্বকাপে কেমন স্কোয়াড নিয়ে যাব, সেটা খুব গুরুত্বপূর্ণ।’

দ্রাবিড় এরপর যোগ করেন, ‘আমি সব বিষয়ে ভেঙে বলব না। তবে আমি মনে করি, আমরা এ বিষয়ে সব সময়ই পরিষ্কার ছিলাম। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা বিশ্বকাপে নিজেদের চাহিদা অনুযায়ী সবকিছুই নিয়ে যেতে পারছি।’

তবে চোট যে কিছুটা হলেও দল গড়ায় সমস্যা করেছে, দ্রাবিড় তা স্বীকার করে নিয়েছেন, ‘চোট বা আরও অনেক কারণে সবকিছু নিখুঁত হবে না। সবাই যদি ফিট থাকে, দলে যে দক্ষতা নিয়ে যাচ্ছি, সেদিক থেকে বলতেই পারি, দল নিয়ে আমরা স্বস্তিতেই আছি।’

বিশ্বকাপের আগে ছন্দে ফিরেছেন কোহলি
ফাইল ছবি

চোটের সমস্যা, সব খেলোয়াড়কে বাজিয়ে দেখা আর বিশ্রাম দেওয়ার কারণে বিশ্বকাপের ১৫ সদস্যের দলের সব খেলোয়াড় গত কয়েকটি সিরিজে নিয়মিত ছিলেন না। প্রশ্ন উঠেছে এটা নিয়েও। এর উত্তরে দ্রাবিড় বলেছেন, ‘নিশ্চিত করেই নানা কারণে আমরা সম্ভবত এই দলকে খেলাতে পারিনি। এটা হতেই পারে। কিন্তু আমি মনে করি, ১৫ জনের দলে থাকা সবাই, গত ছয় মাসে অনেক ক্রিকেট খেলেছে।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেলবে সুপার টুয়েলভ থেকে। এই পর্বে চারটি ভেন্যুতে খেলতে হবে ভারতকে। একেক ভেন্যুর জন্য মানানসই খেলোয়াড়কে ঘুরিয়ে–ফিরিয়ে একাদশে রাখার কথাই বলেছেন দ্রাবিড়, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আপনি পাঁচ বা চারটি ভেন্যুতে খেলবেন, এ কারণে আপনাকে কিছুটা হলেও দলে বৈচিত্র্য থাকতে হবে এবং দল নির্বাচনে আপনাকে নমনীয় থাকতে হবে।’

ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৩ অক্টোবর, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আরও পড়ুন