মাছ না মুরগি, চা না কফি—টেস্টে বিরতিতে কী খান ক্রিকেটাররা
পাঁচ দিনের খেলা টেস্ট ক্রিকেটে প্রতিদিন তিন সেশনের মাঝখানে দুটি বিরতি দেওয়া হয়—মধ্যাহ্নভোজন বিরতি ও চা–বিরতি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এ বিরতিতে ক্রিকেটাররা কী খান? ইংল্যান্ড দলের টপ অর্ডার ব্যাটসম্যান ওলি পোপ এ বিষয়ে সমর্থকদের কিছুটা ধারণা দিয়েছেন।
স্কাই স্পোর্টসের ভিডিও পডকাস্টে এ নিয়ে কথা বলেছেন পোপ। চলমান ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজে তিন ম্যাচেই খেলেছেন তিনি। হেডিংলিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের প্রথম ইনিংসে। পোপ জানিয়েছেন, টেস্টে মধ্যাহ্নভোজন ও চা–বিরতিতে তিনি কী খান।
পোপ জানিয়েছেন, বিরতির সময় কী খাবেন, তা নির্ভর করে আসলে ব্যাটিংয়ে নামা না–নামার ওপর। মানে ব্যাটিং থেকে বিরতিতে এলে একরকম খাবার খান আর ফিল্ডিংয়ে থাকলে মেনুটা পাল্টে যায়। পোপের ভাষায়, ‘সাধারণত মুরগি, মাছ কিংবা পাস্তার সঙ্গে স্টেক—শরীরে যতটা সম্ভব জ্বালানি সরবরাহের চেষ্টা করি। আমি ব্যাটিংয়ে থাকলে অবশ্য খুব বেশি খাবার খাই না। কিছু কারণে শরীর দরকারের বেশি (খাবার) নিতে চায় না।’
পোপ এরপর বলেছেন, ‘(ব্যাটিংয়ে থাকলে) তাই সাধারণ প্রোটিন শেক ও কলা খাই। যদি সারা দিন ব্যাট করি, তাহলে সারা দিনে প্রায় কিছুই খাওয়া হয় না। কারণ, এত কিছু নিয়ে (ব্যাটিং) ব্যাপারটা কঠিন। তাই দিনের খেলা শেষে খাই।’
খেলোয়াড়েরা চা–বিরতিতে কী খান, সেটাও বলেছেন পোপ, ‘কেউ কেউ চা পছন্দ করেন। আমি সাধারণত কফি নিই। বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে (খেলা শুরু হতে) দেরি হলে মাঝেমধ্যে চা–ও পান করি।’
সিরিজে ৩ টেস্টে ৬ ইনিংসে ৩১ গড়ে ১৮৬ রান করেছেন পোপ। হেডিংলিতে সেঞ্চুরির পর সেভাবে বড় রান পাননি। এজবাস্টনে ০ ও ২৪ রানে আউট হন। লর্ডসে ৪৪ ও ৪ রান করেন। সিরিজে আপাতত ২–১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আগামী বুধবার শুরু হবে চতুর্থ টেস্ট।