শুধু বাংলাদেশই জয়াসুরিয়াকে শূন্য হাতে ফেরাতে পেরেছে, সেটাও তিনবার

প্রবাত জয়াসুরিয়াএএফপি

গল প্রবাত জয়াসুরিয়ার খুব পছন্দের ভেন্যু। না, শুধু এই স্টেডিয়ামের চারপাশের দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য নয়, গলের বাইশ গজ এই বাঁহাতি স্পিনারকে যতটা দিয়েছে, সে জন্যও। ২০২২ সালে জুলাইয়ে টেস্টে অভিষিক্ত হওয়ার পর গলে চলমান টেস্টসহ এটি তাঁর ক্যারিয়ারের ২১তম ম্যাচ। উইকেট নিয়েছেন ১১৬টি। এর মধ্যে ৮০ উইকেটই পেয়েছেন গলে।

আরও পড়ুন

জয়াসুরিয়ার সঙ্গে গলের ‘প্রেম’ কতটা গভীর, তা বুঝিয়ে দেয় আরেকটি পরিসংখ্যান। এই ২১ টেস্টের মধ্যে গলে ১১তম ম্যাচ খেলছেন জয়াসুরিয়া, যেটা তাঁর ক্যারিয়ারে খেলা মোট টেস্টসংখ্যার অর্ধেকের বেশি। ইনিংসে (৭/৫২) ও ম্যাচে (১২/১৭৭) তাঁর সেরা বোলিংয়ের রেকর্ডও এ মাঠেই। টেস্ট ক্যারিয়ারে তাঁর বোলিং গড় যেখানে ৩১.৪১, সেখানে গলে ২৫.৮১। শুধু তা–ই নয়, টেস্ট ক্যারিয়ারে যে ১১ বার ৫ উইকেট পেয়েছেন ইনিংসে, তার মধ্যে গলেই পেয়েছেন ৯ বার! দুবার করে ম্যাচে নেওয়া ১০ উইকেটও এই গলেই। ৩৩ বছর বয়সী জয়াসুরিয়াকে তাই আপাতত গলের ‘মহারাজা’ বলাই যায়।
এবার গলের সেই মহারাজাকেই তাঁর–ই ‘ঘরে’ বঞ্চিত রাখল বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটসম্যানরা জয়াসুরিয়াকে ভালো খেলেছেন
এএফপি

গল টেস্টের স্কোরবোর্ডে তাকালেই ব্যাপারখানা পরিষ্কার। প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ইনিংসে জয়াসুরিয়া একটি উইকেটও নিতে পারেননি। টেস্টে এখন পর্যন্ত গলে ২০ ইনিংসে বোলিং করে এবারই প্রথমবারের মতো উইকেটশূন্য রইলেন জয়াসুরিয়া। বলা ভালো, তাঁকে উইকেটশূন্য রাখতে পেরেছে বাংলাদেশ। ৪৮ ওভারে ১৫৪ রান দিয়ে উইকেট পাননি জয়াসুরিয়া।

জয়াসুরিয়ার বোলিং পরিসংখ্যানে তাকালে আরও একটি বিষয় চোখে লাগতে পারে। টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ৩৮ ইনিংসে বোলিং করেছেন। এর মধ্যে উইকেটশূন্য থেকেছেন মাত্র তিনটি ইনিংসে। এই তিনবারই প্রতিপক্ষ বাংলাদেশ!

আরও পড়ুন

গত বছর মার্চে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের দুই ইনিংসেই উইকেটশূন্য ছিলেন জয়াসুরিয়া। ৩২৮ রানে শ্রীলঙ্কার জয়ের সে ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭ ওভারে ৩৩ রানে উইকেট পাননি জয়াসুরিয়া। দ্বিতীয় ইনিংসেও ৯ ওভারে ৩৭ রানে উইকেটশূন্য ছিলেন। টেস্টে তাহলে জয়াসুরিয়াকে ভালোই খেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

পরিসংখ্যানও সে কথাই বলছে। বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ৩ টেস্টে ৫ ইনিংসে বোলিং করে ৪ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। এর মধ্যে তিন ইনিংসেই ছিলেন উইকেটশূন্য। গত বছর মার্চ–এপ্রিলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দুই ইনিংসে নিয়েছিলেন ২টি করে উইকেট।

এই জয়াসুরিয়া ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্টে এবং আফগানিস্তানের বিপক্ষে ১ টেস্ট খেলেই নিয়েছেন ৮টি করে উইকেট। পাকিস্তানের বিপক্ষে ৪ টেস্টে ৭ ইনিংসে নিয়েছেন সর্বোচ্চ ২৬ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সমান ইনিংসে তাঁর শিকার ২২ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টেস্টে ৫ ইনিংসেই নিয়েছেন ২১ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচে ৪ ইনিংসে তাঁর শিকার ১০ উইকেট।