এশিয়া কাপের আগে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস চ্যালেঞ্জ

প্রথমেই হবে ফিটনেস ক্যাম্পপ্রথম আলো ফাইল ছবি

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ৩২ ক্রিকেটারের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল থেকে। সেই ক্যাম্প থেকেই আগস্টের প্রথম সপ্তাহে এশিয়া কাপের প্রাথমিক দল দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসব কথা জানান তিনি।

মিনহাজুল জানালেন শুরুতেই হবে ফিটনেস ক্যাম্প, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাইছি, খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল (অনুশীলন) শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।’

আরও পড়ুন

প্রধান নির্বাচক বললেন ছুটি কাটিয়ে ক্যাম্পে ফেরা ক্রিকেটারদের ফিটনেস নিয়েই বেশি ভাবছে টিম ম্যানেজমেন্ট, ‘স্টান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেক দিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাইছি, কেমন আছে।’

নির্বাচকেরা আশা করছেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল
প্রথম আলো ফাইল ছবি

নির্বাচকেরা তামিম ইকবালের ফিটনেসও দেখতে চান, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি, একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’

পারফরম্যান্স ভালো হচ্ছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়।  বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে।
মিনহাজুল আবেদীন, প্রধান নির্বাচক, বিসিবি

ক্যাম্পের শুরুতে অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই থাকছেন না। কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলছেন লিটন দাস ও আফিফ হোসেন। লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য ছুটি নিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান। ওদিকে জিম আফ্রো টি-টেন লিগ খেলা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম ক্যাম্পে যোগ দেবেন কিছুদিন বিশ্রাম নেওয়ার পর।

মিনহাজুল অবশ্য বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন, ‘পারফরম্যান্সের জন্যই খেলোয়াড়দের কদর বাড়ে। পারফরম্যান্স ভালো হচ্ছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়।  বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে।’

আরও পড়ুন