হ্যাজলউডের হাতে সিরিশ কাগজ ধরিয়ে দিলেন কিউই দর্শক

জশ হ্যাজলউডের হাতে সিরিশ কাগজ দিচ্ছেন এক দর্শকএক্স

২০১৮ সালের মার্চ মাসটাকে পারলে ভুলে যেত অস্ট্রেলিয়ার ক্রিকেট। কিন্তু চাইলেও তো আর দুঃস্বপ্ন মুছে ফেলা যায় না। সেই মার্চে কেপটাউন টেস্টে সিরিশ কাগজ দিয়ে ঘষে বলে রিভার্স সুইং পাওয়ার চেষ্টা করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। পরে দলটির অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ–অধিনায়ক ডেভিড ওয়ার্নার স্বীকার করেন বল টেম্পারিংয়ের কথা। সেই ‘স্যান্ড পেপার-কাণ্ডে’ এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে যান স্মিথ ও ওয়ার্নার, ব্যানক্রফট নিষিদ্ধ হন ৯ মাসের জন্য।

ছয় বছর আগের সেই স্মৃতিটাকে আজ আবার ফিরিয়ে আনলেন নিউজিল্যান্ডের এক সমর্থক। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজলউড। এ সময় দর্শকদের অটোগ্রাফের আবদারও মিটিয়েছেন তিনি। আর সেটি করতে গিয়ে বিপত্তি!

আরও পড়ুন

এক দর্শক অটোগ্রাফের জন্য এক টুকরা ‘কাগজ’ এগিয়ে দেন হ্যাজলউডের দিকে। কিন্তু আসলে সেটি ছিল সিরিশ কাগজ বা স্যান্ড পেপার। “তাঁর হাতে সিরিশ কাগজ, কা’মন জশি”— হ্যাজলউড সেই সিরিশ কাগজ হাতে নিতেই চিৎকার করে একথা বলে ওঠেন এক দর্শক।

সিরিশ কাগজে অটোগ্রাফ দিচ্ছেন হ্যাজলউড
এক্

সেই চিৎকার অবশ্য মজা করেই। আর হ্যাজলউডও মনে হয় তা বুঝতে পেরেছেন। অটোগ্রাফের আবদার মিটিয়েছেন হাসিমুখেই। পুরো ঘটনাতে মজা পেয়েছেন আশপাশে থাকা অন্য দর্শকও। হ্যাজলউডের আচরণে মুগ্ধ হয়ে একজন বলেন, ‘অসাধারণ মুহূর্ত’। আরেকজন বলেন, ‘কী ভালো মানুষ!’

আরও পড়ুন

তবে আজই প্রথম এমন ঘটনার সঙ্গে পরিচয় হলো না হ্যাজলউডের। ২০২১ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মির এক সদস্য এক্সে (টুইটার) হ্যাজলউডের স্বাক্ষরসংবলিত একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘আমি জশুয়া ‘‘জোশি’’ হ্যাজউলড শপথ করে বলছি যে স্যান্ড পেপারের ঘটনা আমি জানতাম।’

আরও পড়ুন