ভারত-পাকিস্তান ফাইনাল? রোহিত বললেন, ‘হবে, অবশ্যই’

ভারত–পাকিস্তান ফাইনালের আশা ছাড়ছে না রোহিতছবি: রয়টার্স

প্রশ্ন-উত্তর পর্বের অনেকক্ষণ হয়ে গেছে। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার আনন্দ সুব্রমনিয়াম বারবার মনে করিয়ে দিচ্ছেন, ‘সময় শেষ’! কিন্তু শ্রীলঙ্কার কাছে হারের পর মঙ্গলবার রোহিত শর্মার সংবাদ সম্মেলনটা যেন শেষই হচ্ছে না। প্রশ্নের পর প্রশ্ন। মিডিয়া ম্যানেজার শেষ পর্যন্ত ‘ধন্যবাদ’ বলে চলে যেতে চাইলেন। কিন্তু সেই সময়ও হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করলেন ভারত অধিনায়ক রোহিতকে, ‘অধিনায়ক, আমরা কি তাহলে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে পাব না?’ চেয়ার ছেড়ে উঠে যাওয়ার আগে রোহিতেরও চটজলদি উত্তর, ‘হবে, অবশ্যই। এত ভাবছেন কেন? হবে, হবে (হাসি)।’

শেষ দিকে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার ঝড়েই হেরেছে ভারত
ছবি: এএফপি

সংবাদ সম্মেলন শেষে রোহিত বেরিয়ে যেতেই এক ভারতীয় সাংবাদিক বলছিলেন, ‘ভারত-পাকিস্তান ফাইনাল হবে। তবে সেটা মেলবোর্নে।’ অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেন্যু মেলবোর্ন। দুবাইয়ে এবারের এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান ফাইনাল না হলেও মেলবোর্নে হওয়ার সম্ভাবনা নিয়ে মজা করেই কথাটা বলা।

আরও পড়ুন

এখন পর্যন্ত সুপার ফোরের পয়েন্ট তালিকার যে অবস্থা, তাতে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শ্রীলঙ্কা টানা দুটি ম্যাচ জিতে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে। আজ পাকিস্তান যদি আফগানিস্তানকে হারায়, তাহলেই শ্রীলঙ্কা-পাকিস্তান ফাইনাল নিশ্চিত।

এশিয়া ভারত–পাকিস্তানের দেখা হওয়ার সম্ভাবনা নির্ভর করেছে অনেক যদি কিন্তুর ওপর
ছবি: রয়টার্স
আরও পড়ুন

কাগুজে সম্ভাবনা কিছুটা থাকলেও ভারতের এশিয়া কাপ মিশন শেষ বললেও ভুল হবে না। আরও একটি বহুদলীয় টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা নিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠছে। সংবাদ সম্মেলনে এ নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আমার কোনো গড়বড় মনে হচ্ছে না (এশিয়া কাপের ব্যর্থতায়)। ম্যাচ হেরে গেলে অনেকের এমন মনে হতে পারে। কিন্তু আমাদের এমন মনে হয় না। আমাদের ড্রেসিংরুমে এমন আবহ নেই। আমি অনেক সংবাদ সম্মেলন দেখেছি। ম্যাচ হারলে অনেক কথাই হয়। এটা খুবই স্বাভাবিক।’

এক-দুই ম্যাচের হারে দলের আবহ বদলে যাবে না বলেও দাবি রোহিতের, ‘দলের মধ্যে সবাই ভালো আছে। শান্ত আছে। আমরা দলের মধ্যে এমন পরিবেশ তৈরি করে রেখেছি। এ জন্য অনেক পরিশ্রম করেছি। ড্রেসিংরুমের পরিবেশটা ভালো রাখলে পারফরম্যান্স ভালো হবেই। বিশ্বকাপের আগে আমরা এমন পরিবেশটা রাখতে চাই।’