ভারতের ‘১২ জন’ নিয়ে খেলায় খেপেছেন ভন–কুক–পিটারসেনরা, আইসিসির নিয়ম কী বলে
ভারতের বিপক্ষে গতকালের হারে ইংল্যান্ডের সিরিজ হার নিশ্চিত হয়েছে। তবে পুনেতে কালকের ম্যাচ শেষে ইংল্যান্ডের সিরিজ হার বা ভারতের জয়—এসব নিয়ে কথাবার্তা কমই হচ্ছে। আলোচনার সবটা জুড়ে একটি কনকাশন সাব।
অলরাউন্ডার শিবম দুবের জায়গায় কনকাশন সাব হিসেবে কীভাবে পেসার হর্ষিত রানা নেমেছেন, তা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেনসহ ইংল্যান্ডের সাবেকরা। বিতর্কিত এ সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে—আসলে নিয়মটা কী ছিল?
আন্তর্জাতিক ক্রিকেটে কনকাশন সাবের নিয়ম চালু হয় ২০১৯ সালে। আইসিসির প্লেয়িং কন্ডিশনের ১. ২. ৭. ৩ ধারায় স্পষ্ট করে বলা হয়েছে, বদলি হিসেবে যে খেলোয়াড় নেওয়া হবে সেই খেলোয়াড়ের ভূমিকা আঘাত পাওয়া ক্রিকেটারের মতো (লাইক টু লাইক) হতে হবে। এই বদলিতে দল যেন অতিরিক্ত সুবিধা না পায়, সেই বিষয়ের কথা উল্লেখ করা আছে। এসব মিলে গেলেই ম্যাচ রেফারি অনুমোদন দেবেন।
আবার ১. ২. ৭. ৭ ধারায় বলা আছে, এ ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো দলই আপিল করতে পারবে না। ভারতের সহকারী কোচ মরনে মরকেলও এই সিদ্ধান্ত ম্যাচ রেফারির বলেই জানিয়েছেন। এই ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন ভারতের সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ।
শিবম দুবে ও রানা একই ধরনের খেলোয়াড় নয়। আপনি দুনিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন, তারা একই উত্তর দেবে।
তবে কারণ যা–ই হোক, এ সিদ্ধান্তে লাভবান হয়েছে ভারত। পেয়েছে ‘১২ জন’ নিয়ে খেলার সুবিধা। ভারতকে এই খোঁচা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কারণ? দুবে মাথায় আঘাত পেয়েছেন ভারতের ইনিংসে ১৯তম ওভারে। ততক্ষণে ভারতকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন। আবার ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে বল হাতে হর্ষিতও নিয়েছেন ৩ উইকেট। আউট করেছেন লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল ও জেমি ওভারটনকে। এ কারণেই কুক-পিটারসেনরা ক্ষুব্ধ।
ম্যাচ চলাকালেই ধারাভাষ্যকক্ষেই পিটারসেন বলেছেন, ‘শিবম দুবে ও রানা একই ধরনের খেলোয়াড় নয়। আপনি দুনিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন, তারা একই উত্তর দেবে। রানার মতো দুবে জেনুইন পেসার নয়।’
সাবেক ইংল্যান্ড অধিনায়ক কুকের কাছে এই সিদ্ধান্ত পাগলামো। টিএনটি স্পোর্টসে তিনি বলেছেন, ‘একজন বিগ হিটিং অলরাউন্ডার, যে কিনা সর্বশেষ আইপিএলে মাত্র ১ ওভার বোলিং করেছে, তাকে বদলি করা হচ্ছে যে ব্যাটিং পারে না, জোরে বোলিং করে, এমন কাউকে দিয়ে। আমার কাছে এর কোনো মানে নেই। এটাকে পাগলামো মনে হচ্ছে যে আপনি এটা করতে পারছেন। অভিষেকে ভালো করার কৃতিত্ব ও পাবে। তবে ওকে খেলতে দেওয়া ঠিক হয়নি। এটা অধিনায়ককে অন্য একটা বিকল্প দিয়েছে।’
আরেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সে তিনি লিখেছেন, ‘কীভাবে একজন মূল বোলার একজন ব্যাটসম্যান, যে কিনা পার্টটাইম বোলিং করে, তার বদলি হয়?’