নায়িকার আবেদনময়ী ছবিতে কোহলির ‘লাইক’, সমর্থকেরা হানা দিলেন জাকারবার্গের পোস্টে

মাঠের বাইরের ঘটনায় আলোচনায় বিরাট কোহলি।বিসিসিআই

বৃহস্পতিবার ছিল আনুশকা শর্মার জন্মদিন। স্বামী হিসেবে বিরাট কোহলি সেদিন আনুশকা শর্মাকে কতটা সময় দিয়েছেন বা কী উপহার দিয়েছেন, সেটা তিনিই ভালো জানেন। আমজনতা শুধু জানে, স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দিয়েছেন কোহলি।

তবে বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার আসতেই কোহলির ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উত্তেজনা। কারণ, ইনস্টাগ্রামে এক নায়িকার ছবিতে ‘লাইক’ দিয়েছেন ভারতের ব্যাটিং তারকা। সেই ছবিও সাদামাটা কিছু নয়, নায়িকার নিজেকে আবেদনময়ী হিসেবে তুলে ধরা।

এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়নের পর একটি ব্যাখ্যা দিয়েছেন কোহলি। তবে ঘটনা এখানেই থামেনি। এরপর ইনস্টাগ্রামের মালিক মার্ক জাকারবার্গের পোস্টে হানা দিয়েছেন কোহলির সমর্থকেরা।

কোহলি যাঁর পোস্টে লাইক দিয়েছেন, তাঁর নাম অভনিত কৌর। ২৩ বছর বয়সী এই নায়িকা সিনেমা ও টেলিভিশনে কাজ করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি আছে তাঁর। নেটিজেনরা কৌরের ছবিতে কোহলির ‘লাইক’ আবিষ্কার করার পর এ নিয়ে আলোড়ন উঠলে কোহলিরও চোখে পড়ে।

অভনিত কৌরের পোস্টে কোহলির ‘লাইক’ আর ব্যাখ্যামূলক বিবৃতি।
ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট

‘লাইক’-এর ঘটনাটি অনিচ্ছাকৃত দাবি করে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে যখন আমি আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন মনে হচ্ছে অ্যালগরিদম ভুল করে একটি মিথস্ক্রিয়া (ইন্টারঅ্যাকশন) ধরে নিয়েছে। এর পেছনে কোনো ধরনের উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করব যেন অপ্রয়োজনীয় কোনো অনুমান না করা হয়। আপনার বোঝার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন

ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সেই লাইকও সরিয়ে নিয়েছেন কোহলি। তবে কিছু নেটিজেন ঘটনাটি এখানেই শেষ হতে দিতে চান না। তারা এবার ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের পোস্টে হানা দিয়েছেন।

কোহলির কাছে দুঃখপ্রকাশ করতে জাকারবার্গকে আহবান।
জাকারবার্গের পোস্ট থেকে স্ক্রিনশট

গতকাল ইনস্টাগ্রামে জাকারবার্গের পোস্টে গিয়ে তাঁরা কোহলির কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন। কেউ হিন্দিতে লিখেছেন, ‘কিং কো সরি বোল...’;  কেউ ইংরেজিতে লিখেছেন, ‘সে সরি টু বিরাট কোহলি’। কোহলির নাম লেখার সময় তাঁর ইনস্টাগ্রাম অ্যকাউন্ট ট্যাগও দিয়েছেন কেউ কেউ।

আরও পড়ুন