নাজমুলকে না খেলানোর কারণ পারফরম্যান্স নয়, বললেন তামিম
টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তিনি। দেশের শীর্ষ ক্রিকেটারদের একজন। কিন্তু বিপিএলে নাজমুল হোসেন ম্যাচের পর ম্যাচ বসে থাকছেন। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে তাঁর দল ফরচুন বরিশাল। কিন্তু পাঁচ ম্যাচের বেশি মাঠে নামা হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের।
অনেকের মতে নাজমুলের একাদশে সুযোগ না পাওয়ার কারণ তাঁর ফর্মহীনতা। পাঁচ ইনিংসের একটিতেই শুধু ৪১ রান করতে পেরেছেন, বাকি চারটি মিলিয়ে মাত্র ১৫। তবে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানালেন, নাজমুল ফর্মের কারণে বাদ পড়েননি। তাঁকে খেলানোর মতো জায়গাই খুঁজে পাওয়া যাচ্ছে না।
আজ নিজেদের ১১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে বরিশাল। ম্যাচশেষে অধিনায়ক তামিম সংবাদ সম্মেলনে এলে নাজমুলকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা নিয়ে জিজ্ঞেস করা হয়। জবাব তামিম বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমাকে স্বীকার করতে হবে, ওকে যতটা খেলানো উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল সেটা আমরা দিতে পারছি না।’
নাজমুল সাধারণত টপ অর্ডারে খেলে থাকেন। বরিশালে এ জায়গায় খেলেন তামিম, ডেভিড ম্যালান, তাওহিদ হৃদয়রা। তামিমের মতে, টিম কম্বিনেশনের কারণে নাজমুলকে সুযোগ দেওয়া যাচ্ছে না, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের কম্বিনেশন মেলাতে খুব ডিফিকাল্ট হচ্ছে। এমনকি প্রথম ২-৩-৪ ম্যাচে আমি ঠিকভাবে কম্বিনেশন মেলাতে পারিনি। আমি ওকে খেলাতে চেয়েছি। সে ফর্ম খারাপ বলে মাঠের বাইরে বসে নাই। রংপুরের বিপক্ষেও খুব ভালো একটা ইনিংস খেলেছে। এটা শুধুমাত্র কম্বিনেশনের কারণে।’
নাজমুলকে ঠিক কার কারণে একাদশে সুযোগ দেওয়া যাচ্ছে না জিজ্ঞেস করলে ডান হাতি-বাঁ হাতির প্রসঙ্গ টেনেছেন তামিম, ‘বাঁ হাতি, ডান হাতি একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আমি চাই না তিনজন বাঁহাতি পরপর ব্যাটিং করুক। এটা একটা ইস্যু। আরও অনেক কিছু কারণ আছে, মনে হয় না এখানে আমার সবকিছু বলার দরকার আছে।’
নাজমুল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না এমন সময়ে, যখন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করার অপেক্ষায় বাংলাদেশ দল। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইয়ে।