শাদাবের কাছে বিশ্বকাপে কোন ব্যাটসম্যান সবচেয়ে কঠিন

পাকিস্তানের স্পিনার শাদাব খানছবি: এএফপি

দুয়ারে ওয়ানডে বিশ্বকাপ। সাবেক ক্রিকেটার আর ক্রিকেট–বিশ্লেষকেরা সেমিফাইনাল-ফাইনালের জন্য নিজেদের ফেবারিট বেছে নিচ্ছেন। আর এবারের বিশ্বকাপে খেলতে আসা খেলোয়াড়েরা বলছেন তাঁদের ক্রিকেটারদের নাম।

বিশ্বকাপে খেলতে আসা খেলোয়াড়েরা অবশ্য নানা ধরনের প্রশ্নেরই জবা দিচ্ছেন। এই যেমন এবারের বিশ্বকাপে কোন ব্যাটসম্যান বা বোলারের মুখোমুখি হওয়াটা কঠিন হবে বলে মনে করেন বা কে হতে পারেন এবারের বিশ্বকাপের তারকা।

আরও পড়ুন
ভারতের অধিনায়ক রোহিত শর্মা
ছবি: এএফপি

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার তাঁর চোখে সেরা পাঁচ খেলোয়াড়ের নাম বলেছেন। সেই পাঁচজনের মধ্যে আবার নেই পাকিস্তানের বাবর আজম ও ভারতের বিরাট কোহলি। এর আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরাও এই বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ নির্বাচন করেছেন।

এবার পাকিস্তানের স্পিনার শাদাব খান কথা বলেছেন তাঁর চোখে এই বিশ্বকাপের সবচেয়ে কঠিন ব্যাটসম্যানের নাম। বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসন, কুইন্টন ডি কক—শাদাবের চোখে এবারের বিশ্বকাপে কোন ব্যাটসম্যানের মুখোমুখি হওয়াটা বোলারদের জন্য সবচেয়ে কঠিন হবে?

আরও পড়ুন
নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন কুলদীপ যাদব
ছবি : এএফপি

শাদাব যে উত্তর দিয়েছেন, সেটাতে স্পষ্ট হয়, তিনি পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মার খুব ভক্ত। রোহিতের প্রশংসা করে শাদাব বলেছেন, ‘আমি রোহিত শর্মার অনেক প্রশংসা করি। বিশ্বের শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে তাকে বোলিং করা সবচেয়ে কঠিন। একবার সে উইকেটে থিতু হয়ে গেলে, খুবই ভয়ংকর হয়ে ওঠে।’

ব্যাটসম্যান যদি হন রোহিত, এবারের বিশ্বকাপে ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে কঠিন বোলার কে হতে পারেন? এই প্রশ্নের উত্তরেও শাদাব বেছে নিয়েছেন ভারতের একজনকে, ‘আমি একজন লেগস্পিনার। বোলারদের মধ্যে আমি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কুলদীপ যাদবের কথাই বলব।’

আরও পড়ুন