সিলেট টেস্ট: শ্রীলঙ্কার ৫ উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের

সকালের সেশনেই ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদশামসুল হক

প্রথম দিনের প্রথম সেশন শেষে: শ্রীলঙ্কা ১ম ইনিংস ৯২/৫

পরিকল্পনাটা টসের সময়ই পরিষ্কার জানিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন। সবুজ ঘাসে মোড়ানো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উইকেটের সুবিধা নিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। অধিনায়কের পরিকল্পনা কাজে লাগানোর কাজটা ছিল পেসারদের।

খালেদ আহমেদের নেতৃত্বে তা ঠিকঠাকভাবেই করতে পেরেছেন বাংলাদেশ দলের পেসাররা। খালেদের ৮ ওভার দীর্ঘ প্রথম স্পেলেই বাংলাদেশ পেয়েছে ৩ উইকেট। শরীফুলও দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে পেয়েছেন ১ উইকেট। এর পাশাপাশি দারুণ ফিল্ডিং এনে দিয়েছে ১টি রান আউটও।

আরও পড়ুন

উইকেট না পেলেও গতিময় বোলিংয়ে ভীতি ছড়িয়েছেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। বুঝতেই পারছেন, সিলেট টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশই। প্রথম সেশনে স্কোরবোর্ডই তার প্রমাণ—সিলেট টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নভোজ বিরতির আগে ৯২ রানে ৫ উইকেট তুলতে পেরেছে শ্রীলঙ্কা।

নতুন বলে নিজের প্রথম ওভারেই ওপেনার নিশান মাদুস্কাকে (২) ফিরিয়েছেন খালেদ। ফুল লেংথের আউটসুইং ডেলিভারিতে আলগা ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত হন মাদুস্কা। এরপর বেশ কয়েকবার লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট ঘেঁষে গেছে খালেদের বল। কিন্তু খালেদের পরের উইকেটটি এসেছে বাউন্সারে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১২তম ওভারে এবং নিজ স্পেলে ষষ্ঠ ওভারে তিনে নামা কুশল মেন্ডিসকে আউট করেন খালেদ। শরীর বরাবর আসা বাউন্সারে কাট করবেন নাকি ছেড়ে দেবেন, এই দ্বিধায় শেষ পর্যন্ত ব্যাট ছুঁয়ে গালিতে ক্যাচ তোলেন মেন্ডিস (২৬ বলে ১৬ রান)। জাকির হাসান ক্যাচটা ধরেন।

দারুণ এক ডেলিভারিতে করুনারত্নেকে ড্রেসিংরুমে ফেরান খালেদ
শামসুল হক

খালেদ সেখানেই থামেননি। একই ওভারে দারুণ ছন্দে থাকা ওপেনার দিমুথ করুনারত্নের স্টাম্পও উড়িয়েছেন। রাউন্ড দ্য উইকেট থেকে ভেতরে ঢোকানো বলে করুনারত্নেকে বোল্ড করেন খালেদ। তাঁর দুর্দান্ত ডেলিভারিতে ১ চারে ৩৭ বলে ১৭ রানে থামে করুনারত্নের ইনিংস। আরেক অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনিংসও দীর্ঘ হয়নি।

আরও পড়ুন

খালেদের পরের ওভারে দিনেশ চান্ডিমালের দ্রুত সিঙ্গেলে সাড়া দিতে গিয়ে রান আউট হন ম্যাথুস। মিড অফ থেকে নাজমুলের সরাসরি থ্রো স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দিলে ৭ বলে ৫ রানে থামে ম্যাথুসের ইনিংস। ১৪ ওভারে তখন শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৪৯।

পঞ্চম উইকেট পড়েছে পরের ওভারেই। শিকারি শরীফুল ইসলাম। চান্ডিমালকে (১৩ বলে ৯ রান) দারুণ এক ইনসুইংয়ে লেগ স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের তালুবন্দী করেন এই বাঁহাতি পেসার। স্লিপ ক্যাচিং আরেকটু ভালো হলে ষষ্ঠ উইকেটও পেতে পারত বাংলাদেশ। চান্ডিমাল আউট হওয়ার পরের বলেই নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস শরীফুলের বলে খোঁচা মেরেছিলেন। কিন্তু দ্বিতীয় স্লিপে তাঁর সহজ ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান।

প্রথম সেশনে এভাবে উইকেট নেওয়ার আনন্দে মেতেছে বাংলাদেশ দল
শামসুল হক

সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত কিছু রান যোগ করেন ধনাঞ্জয়া ডি সিলভা ও মেন্ডিস। দুজন অবিচ্ছিন্ন থেকে সেশন শেষ করেন। মেন্ডিস খেলছেন ১১ রানে, ধনাঞ্জয়া অপরাজিত আছেন ২৫ রানে। শ্রীলঙ্কা সেশন শেষ করেছে ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২২ ওভারে ৯২/৫ (মাদুস্কা ২, করুনারত্নে ১৭, মেন্ডিস ১৬, ম্যাথুস ৫, চান্দিমাল ৯, ধনাঞ্জয়া ২৫* কামিন্দু ১১ ; খালেদ ৩/২৩, শরীফুল ১/৩৪, নাহিদ ০/৩১)—প্রথম দিনে প্রথম সেশন শেষে।

আরও পড়ুন