রংপুর রাইডার্স: বিদেশি শক্তিতে বলীয়ান

টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চ নিয়ে আবারও হাজির বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের। কে জিতবে এবারের বিপিএল, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ট্রফিটা হাতে তুলতে সাত ফ্র্যাঞ্চাইজির কে কেমন দল সাজিয়েছে, শক্তিমত্তায় কারা এগিয়ে, কারাই–বা পিছিয়ে—বিপিএল শুরুর আগে এসব নিয়েই এই আয়োজন—

রংপুর রাইডার্সকে বরাবরই বিপিএলের বড় দল বলা হয়। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলে নিয়মিত ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর বিসিবি ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি থেকে সরে এলে রংপুরও সরে যায়। এ বছর থেকে বিপিএল ফিরছে পুরোনো মডেলে। রংপুরও ফিরেছে, বরাবরের মতো ‘বড় দল’ হয়ে।

আরও পড়ুন

নুরুল হাসানের নেতৃত্বে একঝাঁক বিদেশি তারকা খেলবেন রংপুরের জার্সিতে। ড্রাফটের বাইরে থেকে নুরুলের সঙ্গে রংপুরের চুক্তি হয়। এরপর একে একে শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, সিকান্দার রাজাকে দলে ভিড়িয়েছে দলটি। অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের ভিড়ে ড্রাফট থেকে দলে নেওয়া মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রকিবুল হাসান, রিপন মণ্ডলরাও থাকছেন।

রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ
ছবি: পিসিবি

মূল লড়াইয়ের আগে কাগুজে সম্ভাবনার রংপুর রাউডার্সকে এগিয়ে রাখাই যায়। অধিনায়ক নুরুল এবারের বিপিএলে দলের তারুণ্য ও ভারসাম্যকে বড় করে দেখছেন, ‘অনেক ইয়াং ও ব্যালেন্স একটা দল। আমরা যদি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো ফল আশা করতেই পারি। এটা দারুণ মঞ্চ, নিজেকে চেনানোর। তরুণেরা নিশ্চয়ই সেটা কাজে লাগাবে।’

‘অনেক ইয়াং ও ব্যালেন্স একটা দল। আমরা যদি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো ফল আশা করতেই পারি। এটা দারুণ মঞ্চ, নিজেকে চেনানোর। তরুণেরা নিশ্চয়ই সেটা কাজে লাগাবে।’
নুরুল হাসান, রংপুর রাইডার্স
আরও পড়ুন

শক্তি

বিদেশি শক্তিতে বলীয়ান

মালিক, রাজা, নেওয়াজ, রউফ—রংপুরের বিদেশি ক্রিকেটারদের নামগুলো প্রতিপক্ষ দলের মনে ভীতি জাগাবে। এর মধ্যে তিনজনই অলরাউন্ডার। মালিক, রাজা ও নেওয়াজের কাছ থেকে অন্তত ৬-৭ ওভার বোলিংয়ের আশা করতেই পারে একবারের চ্যাম্পিয়নরা, যা দলের ভারসাম্য গড়ে দিতে সাহায্য করবে। অভিজ্ঞ অলরাউন্ডার থাকায় রংপুর চাইলে একজন বাড়তি বোলার অথবা ব্যাটসম্যান নিয়ে খেলার বিলাসিতা করতে পারে।

দুর্বলতা

নড়বড়ে টপ অর্ডার

বিপিএলে রংপুরের টপ অর্ডার কেমন করে সেদিকে আলাদা চোখ থাকবে। নাঈম, পারভেজের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের পারফর্মার রনি তালুকদারকে নিয়ে সাজবে রংপুরের টপ অর্ডার। জাতীয় দল থেকে বাদ পড়া নাঈমের জন্য এবারের বিপিএল নিজেকে প্রমাণের মঞ্চ হতে পারে। আরেক বাঁহাতি পারভেজেরও নিজেকে চেনানোর সুযোগ এই বিপিএল। তবে দুজনের অনভিজ্ঞতার সুযোগ কাজে লাগাতে পারে প্রতিপক্ষও।

চোখ থাকবে যাঁর ওপর

শেখ মেহেদী হাসান

গত দুই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা স্পিনারদের একজন শেখ মেহেদী হাসান। এ সময়ে তিনি ২৯ উইকেট নিয়েছেন, যা স্পিনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। কিন্তু তাঁকে ছাড়াই বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছে। তাঁকে টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়ার আলোচনা চলছে। বিপিএলে পারফর্ম করে সে চিত্রটা পাল্টে দিতে পারেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

রংপুর রাইডার্স দল

নুরুল হাসান, সিকান্দার রাজা, হারিফ রউফ, মোহাম্মদ নেওয়াজ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোনস, রনি তালুকদার, পারভেজ হোসেন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।