তামিমের ধন্যবাদ, তামিমের দুঃখ প্রকাশ

বরিশালে ট্রফি হাতে অধিনায়ক তামিম ইকবালসাইয়ান

বিপিএলে শিরোপা জেতার পরই ঘোষণাটা দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টানা দ্বিতীয় শিরোপা জেতার পর উদ্‌যাপনটা বরিশালে গিয়েই করতে চেয়েছিলেন তিনি। সে অনুযায়ী, আজ দুপুরে ভাড়া করা বিমানে উড়ে বরিশালে যান ফরচুন বরিশালের ক্রিকেটাররা। শহরের বেল পার্কে ট্রফি নিয়ে শিরোপা জয় উদ্‌যাপন করেছেন তাঁরা বরিশালবাসীকে নিয়েই।

যদিও অনুষ্ঠানটা পুরোপুরি ঠিকঠাক মতো হতে পারেনি। মানুষের ভিড়, বিশৃঙ্খলা আর হুড়োহুড়ির মধ্যে বেশিক্ষণ মঞ্চে থাকতে পারেননি তামিমরা। তবে বরিশালের মানুষের তাঁদের ঘিরে আগ্রহ দেখে আপ্লুত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। একই সঙ্গে বেশিক্ষণ মঞ্চে থাকতে না পারায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ওই ঘটনা নিয়ে তামিম বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমরা এ কারণেই পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমরা কিছু কথা বলব, প্রত্যেক খেলোয়াড় কিছু না কিছু কথা বলবে আর আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।’

ফরচুন বরিশালের টিম বাস ঘিরে ভক্তদের উচ্ছ্বাস। আজ রোববার বিকেলে বরিশালের বেলস পার্কে
প্রথম আলো

তামিম এ–ও বলেন, এর আগে একসঙ্গে এত মানুষ তিনি দেখেননি। পরিকল্পনা অনুযায়ী কেন সবকিছু করা যায়নি, তা ব্যাখ্যা করে তামিম বলেন, ‘একটা সময় এ রকম অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না। আপনারা যদি লক্ষ করে থাকেন, যখন আমরা বাস নিয়ে ঢুকছিলাম, বাসের ওপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের খুব কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছিল, এটা আসলে নিরাপদ নয়। কারণ, স্টেজে যখন আমরা উঠি, ওখানে অনেক মানুষ ছিল। সবাই স্টেজের ওপর উঠে যাচ্ছিল। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে একসময় আমাদেরকে বলা হচ্ছিল বাসটা ঘুরিয়ে চলে যেতে। কিন্তু এতগুলো মানুষ, আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন; এই জিনিসটা আমরা করতে পারতাম না।’

আরও পড়ুন

দর্শকের কথা ভেবে মঞ্চ অবধি গিয়েছিলেন তামিম। যদিও খুব বেশিক্ষণ থাকতে পারেননি। দর্শক বিষয়টা বুঝবেন বলে আশা বরিশাল অধিনায়কের। নিজের খেলা দলগুলোর মধ্যে ফরচুন বরিশালের সমর্থকদেরই এগিয়ে রেখে তামিম বলেন, ‘আমি অনেকগুলো দলে খেলেছি দেশে-বিদেশে, ফরচুন বরিশালের মতো ফ্যানবেজ কোথাও দেখিনি। আজকে আপনারা যে জিনিসটা আমাদেরকে দেখিয়েছেন, আমি রীতিমতো মুগ্ধ। আমাদের দায়িত্ব তিন গুণ বেড়ে গেল। কারণ, আপনাদের মতো ভক্তরা আমাদের সঙ্গে আছেন। আমার পুরো দলের হয়ে কৃতজ্ঞতা জানাই।’

বরিশালের দর্শকদের দেখে আপ্লুত হয়েছেন ফরচুন বরিশালের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনিও।

আরও পড়ুন