২ বছর পর আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে শেহজাদ

আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদছবি: টুইটার থেকে

মোহাম্মদ শেহজাদের ওয়ানডে ক্যারিয়ার থমকে গেছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। টি-টোয়েন্টি দলে নেই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই। কিন্তু বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আফগানিস্তান দলে ফিরেছেন তিনি। ৩৫ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান আছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনাতেও। বিকল্প উইকেটকিপার ও আক্রমণাত্মক ওপেনার হিসেবেই তাঁকে বিবেচনায় রেখেছে আফগানিস্তান।

আজ ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা পেসার ওয়াফাদার মোমান্দ। আফগানিস্তান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত মার্চে পাকিস্তানের বিপক্ষে। সেই দল থেকে বাদ পড়েছেন শারাফুদ্দিন আফসার, গুলবদিন নাইব ও উসমান গনি। শেহজাদের সঙ্গে দলে ফিরেছেন আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই।

টি-টোয়েন্টি দল নিয়ে বলতে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক আসাদুল্লাহ খান টানলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গও। বাংলাদেশ সিরিজ থেকেই আফগানদের বিশ্বকাপ পরিকল্পনার শুরু। ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে। সে প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে আছেন শেহজাদ
ছবি: টুইটার থেকে

শেহজাদকে দলে ফেরানোও সে কারণেই। ‘আমাদের একজন ব্যাকআপ আক্রমণাত্মক ওপেনার দরকার ছিল। ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। আমাদের সে জন্য প্রস্তুত থাকতে হবে। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও প্রস্তুত বলে প্রমাণ করেছে সে,’—বলেছেন আসাদুল্লাহ খান। দুটি টেস্ট খেলা পেসার ওয়াফাদারকে দলে নেওয়ারও একই কারণ, ‘তাঁর বলে যথেষ্ট গতি আছে। ঘরোয়া ক্রিকেটে সে ভালো করছে। সর্বশেষ ক্যাম্পেও ভালো করেছে। সে জন্যই সুযোগ দেওয়া। আমরা খেলোয়াড়দের দেখছি বিশ্বকাপের জন্য।’

১৪ ও ১৬ জুলাই বাংলাদেশ–আফগানিস্তানের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাজ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নজিবউল্লাহ জাদরান, সাদিক অতল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, নাভিন–উল–হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নূর আহমেদ, মুজিব উর রেহমান।