টেস্ট র‍্যাঙ্কিং: ভারতকে টপকে এক নম্বরে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আবারও টেস্টের এক নম্বর দলএএফপি

ভারতকে পেছনে ফেলে আবারও টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারীরা ১ নম্বরে ফিরল ছয় মাস পর।

র‍্যাঙ্কিং হালনাগাদের আগপর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং ছিল ১১৮ করে। পয়েন্ট বেশি থাকার সুবাদে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল ভারত। তবে রোহিত শর্মার দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজ ১–১ ড্র করায় ভারতের রেটিং এক কমে গেছে।

ভারতের রেটিং কমার সময়ে অস্ট্রেলিয়া আছে বাড়ানোর পথে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে চলা তৃতীয় টেস্টও জিতলে প্যাট কামিন্সদের রেটিং হালনাগাদ হবে। তার আগে ভারতের রেটিং ১১৭–তে নেমে যাওয়ায় ১১৮ রেটিংয়ে থেকেই শীর্ষ স্থানে চলে গেছেন কামিন্সরা।

দক্ষিণ আফ্রিকাকে কেপটাউন টেস্টে ৭ উইকেটে হারালেও সিরিজ জিততে না পারায় রেটিং কমে গেছে ভারতের
এএফপি

গত বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে কিছুদিনের জন্য র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিল অস্ট্রেলিয়া। এরপর সেটি ভারতের দখলে চলে যায়। এর আগে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত টানা ১৬ মাস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

বর্তমানে রেটিংয়ের দিক থেকে ওপরে থাকলেও পয়েন্টে এখনো পিছিয়ে কামিন্সদের দল। রোহিতদের পয়েন্ট ৩৭৪৬, অস্ট্রেলিয়ার ৩৫৩৪। তবে রেটিং সমান হলেই শুধু পয়েন্ট বিবেচনায় নেওয়া হয়। অস্ট্রেলিয়া–পাকিস্তান চলমান সিডনি টেস্ট এবং তিন সপ্তাহ পর ভারতে শুরু হতে যাওয়া ভারত–ইংল্যান্ড পাঁচ টেস্টের ফলের ভিত্তিতে র‍্যাঙ্কিংয়ের ওপরের দিকে ওলট–পালটের সম্ভাবনা আছে। ইংল্যান্ড ১১৫ রেটিং নিয়ে তিনে অবস্থান করছে।

টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে ৫১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। পেছনে আছে শুধু জিম্বাবুয়ে (১০), আফগানিস্তান (১১) ও আয়ারল্যান্ড।

আরও পড়ুন