চাপে থাকা পাকিস্তানকে নিয়ে সতীর্থদের সতর্ক করলেন রোহিত

অনুশীলনে রোহিত শর্মাআইসিসি

দুটি দলই ফেবারিট তকমা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের বিশ্বকাপ শুরু হয়েছে দুই রকমভাবে। ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে।

অন্যদিকে পাকিস্তান হেরে বসেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে। এরপরও পাকিস্তান ম্যাচের আগে স্বস্তিতে থাকার সুযোগ নেই ভারতের। কাল ভারত অধিনায়ক রোহিত শর্মা সংবাদ সম্মেলনে যেন সতীর্থদের একপ্রকার সতর্ক করে দিলেন—পাকিস্তানের ছন্দে থাকা না-থাকা বিষয় নয়, দলটি সব সময়ই ভয়ংকর।

ক্রিকেট-বিশ্বের সবচেয়ে লোভনীয় দ্বৈরথের আগে পাকিস্তান দল বেশ চাপে থাকার পরও তাদের নিয়ে রোহিতের এমন সতর্ক থাকার একটাই কারণ—পাকিস্তান দলটি যে চিরকালই অননুমেয়। কখন কী করে বসবে, কেউ বলতে পারে না।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আউট হয়ে ফিরছেন রিজওয়ান
এএফপি

পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসের দিকে তাকিয়ে দেখতে পারেন। বিশ্বকাপ এলেই পাকিস্তান দল নতুন নতুন ঘটনার জন্ম দেয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা হেরেছিল জিম্বাবুয়ের কাছে। তারপরও ফাইনাল খেলেছিল বাবর আজমের দল।

আরও পড়ুন

রোহিত উদাহরণ হিসেবে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গকেও টেনে এনেছেন। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ধরনটাই এমন, যেকোনো কিছু হতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছে, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানই ফাইনাল খেলেছিল। যদি প্রতিপক্ষ কোনো ম্যাচ হেরে যায়, তার মানে এই নয় যে তারা আবার হারবে কিংবা খারাপ খেলবে। তবে আমরা অবশ্যই তাদের ভুলগুলো পর্যালোচনা করব।’

অনুশীলনে বিরাট কোহলিরা
আইসিসি

ভারত-পাকিস্তানের আজকের ম্যাচটি হবে নিউইয়র্কে, যে মাঠে আগে দুটি ম্যাচ খেলেছে ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সঙ্গে খেলেছিল তারা। তবে পাকিস্তান এখানে কোনো ম্যাচ খেলেনি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা খেলেছিল ডালাসে। এটা ভারতকে এগিয়ে রাখবে বলে মানেন না রোহিত, ‘নিউইয়র্কে কন্ডিশন ও সুযোগ দুই দলের জন্যই একই থাকবে। আমরা এখানে ছয় থেকে সাত দিন ধরে আছি, এটা আমাদের ঘরের মাঠ নয়। যে দল ভালো খেলবে, তারা জিতবে। কে নিউইয়র্কে আগে এসেছে, সেটি বিষয় নয়। আমরা জানি না, উইকেট কেমন হবে।’

আরও পড়ুন

পাকিস্তানকে হারাতে পুরো দলের দিকেই তাকিয়ে আছেন ভারত অধিনায়ক, ‘পিচ বা প্রতিপক্ষ কেমন তা বিষয় নয়, আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমাদের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা পরিস্থিতি অনুযায়ী খেলব। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, আমরা তাদের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করি। এক-দুজনের ওপর আমরা ভরসা করে থাকতে পারি না, ১১ জনেরই ভূমিকা আছে।’