অধিনায়ক সাকিব সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, বললেন মিরাজ

৩ উইকেট নিয়েছেন সাকিবছবি: এএফপি

স্কোরবোর্ডে রান মাত্র ১৫৬। বড় ব্যবধানে জয়ের সুযোগ নিশ্চিতভাবেই বাংলাদেশকে হাতছানি দিচ্ছে। আর এর সৌজন্যে রান রেটও বাড়িয়ে নিতে পারবে বাংলাদেশ। ইনিংসের ফাঁকে মেহেদী হাসান মিরাজ জানালেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের বাইরে তিনি অন্য কিছুই ভাবছেন না।

রান রেট নিয়ে সঞ্চালক ম্যাথু হেইডেনের প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন, ‘হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো সুযোগ। তবে প্রথম ম্যাচ যেহেতু, আমরা প্রথম ম্যাচে শুধু জয় চাই।’

প্রত্যাশিত জয়ের এই মঞ্চটা গড়ে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৮ ওভারে মাত্র ৩০ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করেছেন, যার ২টিই এসেছে ইনিংসের শুরুতে। সেই সুবাদে আফগান ইনিংসে ফাটল ধরাতে পেরেছে বাংলাদেশ।

মিরাজকে সাকিবের বোলিং পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে এই অলরাউন্ডার বলেছেন, ‘সাকিব ভাই খুব ভালো বোলিং করেছে। শুরুর দিকে দুটি উইকেট পেয়েছেন, যা তাদের চাপে ফেলেছে। এটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা, কারণ অধিনায়ক সামনে রেখে নেতৃত্ব দিচ্ছেন।’

আরও পড়ুন

সাকিবের দেখানো পথে ৩ উইকেট নিয়েছেন মিরাজও। শুরুতে স্নায়ুর চাপের সঙ্গে লড়াই করেও ৯ ওভার বল করে মাত্র ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি, ‘যেভাবে শুরু করেছি তাতে আমি খুশি। ৩ উইকেট পেয়েছি। প্রথম ওভারটা করতে এসে একটু নার্ভাস ছিলাম। তবে আমাদের অধিনায়ক বলেছেন, ভালো জায়গায় বল করে যেতে।’

মিরাজ নিয়েছেন ৩ উইকেট
ছবি: এএফপি

ধর্মশালার উইকেটও সাকিব-মিরাজদের কাজটা সহজ করে দিয়েছে, ‘উইকেট সহজ নয়। কিছু টার্ন করছে, কিছু সোজা যাচ্ছে। আমি সব সময় ভালো জায়গায় করে যাওয়ার চেষ্টা করেছি। প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছি।’

আরও পড়ুন