বড় হারের পর এবার জরিমানা ও পয়েন্ট কাটা পাকিস্তানের

পার্থ টেস্টে ওভারের মন্থর গতির কারণে শাস্তি পেয়েছে পাকিস্তানআইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে বড় হারের পর এবার মন্থর ওভার রেটের কারণে জরিমানা ও পয়েন্ট কাটা যাওয়ার শাস্তি পেয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ পয়েন্ট কাটা গেছে দলটির।

দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান বোলিং করেছে ১৭৬.৪ ওভার। প্রথম দিন তারা বোলিং করে ৮৪ ওভার। কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নেমেছিল দলটি, যদিও দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভারের বেশি বোলিং করেন অনিয়মিত অফ স্পিনার আগা সালমান। এরপরও ওভারের গতিতে পিছিয়ে ছিল তারা।

আরও পড়ুন

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ নম্বর ধারা অনুযায়ী, কোনো ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করার কারণে প্রতি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাবে। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য কাটা যাবে ১ পয়েন্ট করে।

৩৬০ রানে হারা ম্যাচে পাকিস্তান ২ ওভার কম করেছে। আম্পায়ারদের গঠন করা অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

আরও পড়ুন

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে এ সিরিজ শুরু করা পাকিস্তান হারের পরই ভারতের পর দুইয়ে নেমে গেছে। পেনাল্টির পর এখন তাদের পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ থেকে নেমে এসেছে ৬১.১১ শতাংশে। শীর্ষে থাকা ভারত পেয়েছে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট।

২৬ ডিসেম্বর বক্সিং ডেতে এমসিজিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিডনিতে সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট শুরু ৩ জানুয়ারি।