কুয়াশার বাধায় বন্ধ ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ

তীব্র কুয়াশায় বন্ধ ছিল ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচরয়টার্স

ধর্মশালায় কুয়াশার কারণে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ। ভারতের ব্যাটিংয়ে ১৫.৪ ওভারের পর তীব্র কুয়াশার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। সে সময় মাঠে সেভাবে কিছুই দেখা যাচ্ছিল না।

অবশ্য কুয়াশার বাধায় প্রায় ১৪ মিনিট বন্ধ থাকার পরই আবার শুরু হয় খেলা। দিবা-রাত্রির ম্যাচে কুয়াশার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটে দুর্লভ ঘটনাই বলতে হবে।

প্রায় ১৪ মিনিট বন্ধ থাকে খেলা
রয়টার্স

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪৫৭ মিটার উচ্চতায় হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম। স্বাভাবিকভাবেই এমন সময়ে কুয়াশা সেখানে স্বাভাবিক ঘটনাই। তবে এর আগে এবারের বিশ্বকাপে দিবা-রাত্রির ম্যাচ সে মাঠে হলেও কুয়াশা সেভাবে বাধা হয়ে দাঁড়ায়নি।

২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিং করা ভারত খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছিল ১০০ রান। রোহিত শর্মা ও শুবমান গিল ভালো শুরু করলেও লকি ফার্গুসনের পরপর ২ ওভারে ফিরে যান, এরপর অবশ্য শ্রেয়াস আইয়ার ও বিরাট কোহলির জুটিতে এগোচ্ছিল ভারত।

দুই আম্পায়ার মাইকেল গফ ও আড্রিয়ান হোল্ডস্টক
রয়টার্স

ওয়ানডেতে ফল আসতে গেলে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হয়। আর কোনো উইকেট না হারালে ২০ ওভার শেষে ডিএলস পদ্ধতিতে জিততে গেলে ভারতের দরকার ছিল ১২৪ রান।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ড ও দুইয়ে থাকা ভারত—এখন পর্যন্ত দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। শেষ পর্যন্ত এ ম্যাচে ফল এলে স্বাভাবিকভাবেই এক দলের সে রেকর্ড আর থাকবে না।