৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

তৃতীয় দিন সকালে ১০০ বলও টেকেনি পাকিস্তানএএফপি

পাকিস্তানের হাতে ছিল ৭ উইকেট। খেলার জন্য সারাটা দিন তো পড়েই ছিল। কিন্তু মুলতানে আরও একবার হুড়মুড় করে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। আজ ম্যাচের তৃতীয় দিনের সকালে ১৫.৪ ওভারেই হাতে থাকা সব উইকেট হারিয়েছে পাকিস্তান। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৪৮ রান।

তবে এরপরও মুলতানে সিরিজের প্রথম টেস্টে খুব খারাপ অবস্থায় নেই পাকিস্তান। চতুর্থ ইনিংসে রান তাড়ার জন্য সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ২৫১ রানের লক্ষ্য।

মুলতানে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার ঘটনা মাত্র একটিই আছে। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ইনজামাম উল হকের সেঞ্চুরিতে ২৬১ রান করে জিতেছিল পাকিস্তান।

প্রথম ইনিংসে ৪৩ রানে শেষ ৬ উইকেট হারানো পাকিস্তান আজ পড়েছিল জোমেল ওয়ারিকানের স্পিনের সামনে। বাঁহাতি এ স্পিনার ৩২ রানে নিয়েছেন ৭ উইকেট। এটি তাঁর ক্যারিয়ারসেরা তো বটেই, টেস্টে প্রথম পাঁচ উইকেটও।

৭ উইকেট নেওয়া বলটা স্মারকই হয়ে থাকবে জোমেল ওয়ারিকানের জন্য।
এএফপি

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে এটি তৃতীয় সেরা (কলিন ক্রফট ৮/২৯, দেবেন্দ্র বিশু ৮/৪৯)। আর পাকিস্তানের মাটিতে কোনো সফরকারী দলের স্পিনারদের মধ্যে ওয়ারিকানের ৭ উইকেটই সেরা।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া ওয়ারিকান গতকাল বিকেলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম দুটি উইকেট তুলে নিয়েছিলেন। আজ তৃতীয় দিনের সকালে নিয়েছেন আরও পাঁচটি। গুড়াকেশ মোতি নিয়েছেন ১ উইকেট, দুজন হয়েছেন রানআউট।

পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান অধিনায়ক শান মাসুদের ৫২, দ্বিতীয় সর্বোচ্চ ২৯ মোহাম্মদ হুরায়রার।

রান তাড়ায় নেমে শুরুতেই সাজিদ খানের শিকারে পরিণত হন ক্রেইগ ব্রাফেট।
এএফপি

আগের দিনের ৩ উইকেটে ১০৯ রানের সঙ্গে আজ মাত্র ৪৮ রান তুলে ১৫৭ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। তবে প্রথম ইনিংসে ৯৩ রানের লিডের সুবাদে লিড দাঁড়ায় ২৫০ রানের।

যা তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখার সময় ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।