রিভিউ নেওয়ার ইঙ্গিত দেওয়াতেই কি পোলার্ড–ডেভিডের শাস্তি

যখন পোলার্ড মুম্বাইয়ের ক্রিকেটার ছিলেনএক্স

মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটসম্যান টিম ডেভিড ও ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ১৮ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছেন এই দুজন। ঠিক কোন আচরণবিধি লঙ্ঘনের কারণে তাঁদের শাস্তি দেওয়া হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

তবে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবের বিপক্ষে সূর্যকুমার যাদবকে ডাগআউট থেকে রিভিউ নেওয়ার ইঙ্গিত দেওয়ায় তাঁদের শাস্তি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ডেভিড ও পোলার্ড আর্টিকেল ২.২০ ধারায় লেভেল ১ ভঙ্গ করেছে। এই ধারায় ক্রিকেটীয় চেতনার কথা বলা হয়েছে। ডেভিড ও পোলার্ড দুজনই রেফারি সঞ্জয় বার্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে বলা হয়েছে, পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ইনিংসের ১৫তম ওভারে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের সময় অর্শদীপের একটি বল ওয়াইড লাইনের কাছ দিয়ে যায়। আম্পায়ার সেই বলটি ওয়াইড না দিলে ডাগআউট থেকে রিভিউ নেওয়ার ইঙ্গিত দেন পোলার্ড ও ডেভিড। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়ে।

পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচটিতে ১৯২ রানের পুঁজি ছিল মুম্বাই ইন্ডিয়ানসের। ১৪ রানে ৪ উইকেট হারানোর পর ১১১ রানে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের ৭ উইকেট ফেলেও সেই ম্যাচটি মুম্বাই জেতে মাত্র ৯ রানে। সর্বশেষ ৪ ম্যাচের ৩টিই জিতে মুম্বাই এখন পয়েন্ট তালিকার সাতে। তাদের পরের ম্যাচ ২২ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে।