স্কোরকার্ডে পাকিস্তানের নাম দেখাতে গিয়ে বর্ণবিদ্বেষী শব্দ

পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের সরাসরি সম্প্রচারের স্কোরকার্ডে ‘ভুলবশত’ বর্ণবিদ্বেষী শব্দ ব্যবহার করার পর দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ শুরুর আগে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে সফরকারী পাকিস্তানের।

মানুকা ওভালে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদ। ইনিংস উদ্বোধনে আসেন আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। ম্যাচে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ম্যাচ শুরুর আগে অফিশিয়াল ফটোসেশনেও অংশ নেন তিনি।

তবে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া ম্যাচটিতে খেলা শুরুর পরই দেখা যায় ওই ‘ভুল’। এমনিতে স্কোরকার্ডে পাকিস্তানের নাম সংক্ষিপ্ত করে ‘পিএকে’ বা ‘পাক’ লেখা হয়। তবে প্রধানমন্ত্রী একাদশের (প্রাইম মিনিস্টার্স ইলেভেন) আদ্যক্ষর—পিএমএক্সআই-এর সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়েই ঘটে বিপত্তি।

আরও পড়ুন

ফলে পাকিস্তানের আদ্যক্ষর হিসেবে ব্যবহার করা হয় ‘পাকি’ শব্দটি। মানে ‘পি’, ‘এ’, ‘কে’-এর পর বাড়তি একটি ‘আই’ যুক্ত করা হয়। তবে যুক্তরাজ্যে উৎপত্তি হওয়া এ শব্দ বর্ণবিদ্বেষমূলক হিসেবে পরিচিত। শুধু পাকিস্তান নয়, ভারতীয় উপমহাদেশ থেকে যাওয়া অভিবাসী এবং বংশোদ্ভূত মানুষদের গালি দিতে ব্যবহার করা হয়ে থাকে সেটি। এমনকি অক্সফোর্ড ডিকশনারিতেও এ শব্দকে ‘অফেন্সিভ’ বা ‘আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা আছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক ড্যানি সাইদ এ নিয়ে টুইটও করেন। শুরুতে তিনি লেখেন, ‘ফক্সে প্রথাগত “পাক”–এর বদলে “পাকি” ব্যবহার করার ব্যাপারটি… সে রকমের একটি পছন্দ।’

আরও পড়ুন

কেন ওই শব্দ আপত্তিকর, উইকিপিডিয়ার বরাত দিয়ে সেটিও তুলে ধরেন তিনি। অবশ্য কয়েক ঘণ্টা পর আরেকটি টুইটে তিনি বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার দিক থেকে ব্যাপারটি পরিষ্কার করা। ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে,  ‘যে গ্রাফিক দেখানো হয়েছে, সেটি ডেটা সরবরাহকারীদের কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া, এর আগে পাকিস্তানের ম্যাচে যা ব্যবহার করা হয়নি। এটি অবশ্যই দুঃখপ্রকাশ করার মতো ব্যাপার, নজরে আসার পরপরই ম্যানুয়ালি এটি ঠিক করা হয়েছে।’

ক্রিকেটডটকমডটএইউয়ের ওয়েবসাইটে দিনের খেলার হাইলাইটসে দেখা গেছে, শুরুতে ‘পাকি’ থাকলেও ৭.৫ ওভারের পর থেকে প্রথাগত ‘পাক’ শব্দই ব্যবহার করা হয়েছে পাকিস্তানের নামের আদ্যক্ষর হিসেবে।

ম্যাচের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ৩২৪ রান তুলেছে পাকিস্তান। অধিনায়ক মাসুদ অপরাজিত ১৫৬ রানে। সরফরাজ আহমেদ ৪১ ও বাবর আজম করেন ৪০ রান।

আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুটি টেস্ট মেলবোর্ন ও সিডনিতে।