বিকেএসপির রিফাতের ১১ ঘণ্টা ব্যাট করে অপরাজিত ৩২০ রান

বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করলেন অপরাজিত ৩২০ রানসংগৃহীত

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঢাকা মেট্রো অলআউট মাত্র ১৪৩ রানে।

জবাবে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করলেন অপরাজিত ৩২০ রান। দল অলআউট হয়েছে ৫৪৯ রানে। রিফাতের ত্রিশতকে বিকেএসপি প্রথম ইনিংসে ৩৯৪ রানে এগিয়ে ছিল।

৪৮৩ বলের ইনিংসে রিফাত ৪ মেরেছেন ২৯টি, ছক্কা ৪টি। সবচেয়ে বড় বিষয়, তিনি উইকেটে ছিলেন ৬৫০ মিনিট। মানে রিফাত উইকেটে ছিলেন প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট)। রিফাত ম্যাচের দ্বিতীয় দিনে তিন অঙ্করে ঘরে পৌঁছান ১৯৮ বলে। গতকালই পৌঁছান দুই শর ঘরে, ৩৩৫ বলে। আজ তৃতীয় দিনে ত্রিশতকে পৌঁছান ৪৬৮ বলে। এটি বিসিবির অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ত্রিশতক।

বিকেএসপির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছে আরেক ওপেনার ফাহিম মুনতাসিরের কাছ থেকে।

দ্বিতীয় ইনিংসে ৩৯৪ রানে পিছিয়ে থেকে অবশ্য ভালো শুরু করেছে ঢাকা মেট্রো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৮১ রান। ইনিংস হার এড়াতে এখনো তাদের প্রয়োজন অবশ্য ৩২৫ রান।

আরও পড়ুন