পিএসএলে বিধ্বংসী সেঞ্চুরি করে পেলেন চুল শুকানোর মেশিন
৪৩ বলে ১০১ রানের ম্যাচ জেতানো ইনিংসের পুরস্কার ‘হেয়ার ড্রাইয়ার’!
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত শনিবার মুলতান সুলতানের বিপক্ষে ৪ উইকেটে জেতে করাচি কিংস। মুলতানের ২৩৪ রান তাড়া করতে নেমে করাচির হয়ে ৪ ছক্কা ও ১৪ চারে অমন অসাধারণ ইনিংসটি খেলেন জেমস ভিন্স। নিজেদের ইতিহাসে ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে করাচি।
ইংল্যান্ডের এ ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই ম্যাচসেরা এবং সেজন্য আলাদা পুরস্কারও পেয়েছেন। এর পাশাপাশি জয়ের পর করাচির ড্রেসিংরুমে ফ্র্যাঞ্চাইজি দলটির পক্ষ থেকে ‘ম্যাচের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়’ হিসেবে বেছে নেওয়া হয় ভিন্সকে এবং পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি ‘হেয়ার ড্রাইয়ার’ (চুল শুকানোর মেশিন)। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুরস্কার হাস্যরসের সৃষ্টি করেছে।
হেয়ার ড্রাইয়ারের একটি ছবি আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে পোস্ট করেন ভিন্স। ছবিতে দেখা যায়, হোটেলের হেয়ার ড্রাইয়ারের পাশে পুরস্কার হিসেবে পাওয়া ড্রাইয়ারটি হাতে ধরে রেখেছেন তিনি। ছবির ওপর ভিন্স লিখেছেন, ‘এই তো সে, হোটেলের ড্রাইয়ারের সুন্দর উন্নততর সংস্করণ।’
ভিন্সের এই পুরস্কার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসএলকে ট্রল করে বিভিন্ন মিমস ও পোস্ট করছেন ক্রিকেটপ্রেমীরা। একজন লিখেছেন, ‘জয়ের পর জেমস ভিন্স; ম্যাচসেরা? না, ভাই এটা সেলুন অব দ্য ম্যাচ! আমার মনে হয় পরের পুরস্কারটি হবে শেভিং জেল কিংবা শ্যাম্পু।’
আরেকজন খোঁচা মেরেছেন এভাবে, ‘আইপিএলের খেলোয়াড়েরা যখন পদক কিংবা চেইন পাচ্ছে নিজ নিজ দলের কাছ থেকে, পিএসএলের দলগুলো তখন তাদের পারফরমারদের হেয়ার ড্রাইয়ার দিচ্ছে। কোনো মান নেই, কেউ দেখে না, বিশ্ব ক্রিকেটে সেরা ও সবচেয়ে ধনী লিগের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই চলে না।’