নতুন চুক্তিতে কত বেতন পাবেন কোহলি-রোহিতরা
২০২৪-২৫ মৌসুমের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চুক্তিটি ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য হবে।
মোট ৩৪ জন ক্রিকেটারের সঙ্গে নতুন এই চুক্তি করেছে বিসিসিআই। যেখানে আগের মতোই শীর্ষ গ্রেডে (এ+) আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। সর্বশেষ চুক্তিতে না থাকা শ্রেয়াস আইয়ার এবং ইশান কিষাণ থাকছেন নতুন চুক্তিতে। ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে এসেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত।
রোহিত, কোহলি ও জাদেজা এরই মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। শুধু টেস্ট ও ওয়ানডে খেলেন তাঁরা। তবে বিসিসিআই তিনজনকে শীর্ষ গ্রেডে রেখে দিয়েছে। প্রতি গ্রেডের বেতন অবশ্য আগের মতোই আছে। এ+ গ্রেডের ক্রিকেটাররা বেতন পাবেন বছরে ৭ কোটি রুপি। ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন বছরে ৫ কোটি রুপি। ‘বি’ গ্রেড ৩ কোটি এবং ‘সি’ গ্রেড ১ কোটি রুপি বছরে।