অধিনায়ক হয়েই আমিনুলের রেকর্ড ভাঙলেন নাজমুল

অভিষেকে ফিফটি করেছেন নাজমুলছবি: শামসুল হক

ম্যাচের তখন ২০ ওভার চলছিল। ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের স্পিনার কোল ম্যাকনকিকে কাভারে ঠেলে প্রান্ত বদল করেই ব্যাটটা উঁচিয়ে ধরলেন নাজমুল হোসেন। সেটি যেমন ফিফটির উদ্‌যাপন তেমনি দুর্দান্ত ফর্ম ধরে রাখার বিবৃতিও।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ ও আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংসের পর চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছিল নাজমুলকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আজ তৃতীয় ও শেষ ম্যাচে ফিরেছেন দলে।

সেটাও আবার বাড়তি দায়িত্ব নিয়ে অধিনায়ক হিসেবে। বাংলাদেশের হয়ে তিনে ব্যাটিং করা এমনিতেই বেশ চাপের, সেটা সাম্প্রতিক সময়ে ভালোভাবেই সামলাচ্ছিলেন দারুণ ফর্মে থেকে। আজ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেও ফিফটি তুলে নেওয়ায় বোঝা যায় চাপ সামলানোর বিদ্যাটা ভালোই শিখে ফেলেছেন নাজমুল।

আরও পড়ুন

আর এই ফিফটির মধ্য দিয়ে দারুণ এক তালিকায়ও নাম লেখালেন নাজমুল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি পাওয়া চতুর্থ ক্রিকেটার নাজমুল। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে মোহালিতে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি পেয়েছিলেন আমিনুল ইসলাম (৭০)।

৬ বছর পর ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেকেই ফিফটি তুলে নেন হাবিবুল বাশার (৬১)। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডমিনিকায় ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিফটি পেয়েছিলেন সাকিব আল হাসান (৫৪)। এর ১৪ বছর পর আজ চতুর্থ ক্রিকেটার হিসেবে এ তালিকায় নাম লেখালেন নাজমুল।

আরও পড়ুন

তবে নাজমুল একটি জায়গায় ছাড়িয়ে গেছেন বাকি তিনজনকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস এখন নাজমুলের। তিনি করেছেন ৮৪ বলে ৭৬ রান। এর আগে রেকর্ডটি ছিল আমিনুল ইসলামের (৭০)।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস এখন নাজমুলের
ছবি: শামসুল হক

ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাজমুলের আগে তিনে সর্বশেষ ব্যাটিং করেছেন মোহাম্মদ আশরাফুল। সেটি ২০০৯ সালে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই জিম্বাবুয়ের বিপক্ষে। সে ম্যাচে ৩ রানে আউট হয়েছিলেন আশরাফুল। তবে তিনে নেমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুলের আগে সর্বশেষ ফিফটিও আশরাফুলের। সেটি ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরেই! ৯৩ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন আশরাফুল। অর্থাৎ আশরাফুলের ১৫ বছর পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনে নেমে ফিফটি পেলেন নাজমুল।

আরও পড়ুন