বেঙ্গালুরু পেসার দয়ালের বিরুদ্ধে এবার অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগ

যশ দয়ালবিসিসিআই

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ করেছে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে। ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে দয়াল দুই বছর ধরে তাকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছে মেয়েটি। গত মার্চ-জুনে জয়পুরে আইপিএলের ম্যাচের সূচিতেও এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ বিষয়ে জয়পুরের সানগানের পুলিশ স্টেশনে যশের বিরুদ্ধে একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

গত জুনে দয়ালের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক নারী। চলতি মাসের শুরুতে এ অভিযোগের ভিত্তিতে দয়ালের বিরুদ্ধে মামলা করে গাজিয়াবাদ পুলিশ।

গুজরাট টাইটানসের হয়েও আইপিএলে খেলেছেন দয়াল
বিসিসিআই

এবার একই অভিযোগে নতুন ঝামেলায় পড়লেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
কিশোরী মেয়েটি সানগান পুলিশের কাছে অভিযোগ করেছে, পেশাদার ক্রিকেটে তাকে ক্যারিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি এবং ব্ল্যাকমেল করার মাধ্যমে দুই বছর ধরে তার ওপর যৌন নির্যাতন করেছেন দয়াল। সানগান পুলিশ স্টেশনের হাউস অফিসার অনিল জায়মান জানিয়েছেন, ক্রিকেট খেলার মাধ্যমে দয়ালের সঙ্গে পরিচয় মেয়েটির।

ভারতের হিন্দি ভাষার সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছে, দুই বছর আগে দয়াল তাকে এই প্রতিশ্রুতি দেন বলে দাবি করেছে মেয়েটি। গত আইপিএল চলাকালীন জয়পুরের সীতাপুরার একটি হোটেলে মেয়েটিকে ডেকে আনেন দয়াল এবং তাকে আবারও ধর্ষণ করেন। গত মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটি।

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, মেয়েটি যে সময়ে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা বলেছে, তখন তার বয়স ১৭ বছর। সে কারণে অভিযোগটি ভারতীয় ‘পকসো’ আইনের ধারায় গ্রহণ করা হয়েছে। ‘প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট’ আইনের অধীনে দয়াল দোষী প্রমাণিত হলে জরিমানাসহ অন্তত ১০ বছরের জেল কিংবা যাবজ্জীবন কারাবাসের শাস্তি হতে পারে।

দয়ালের বিরুদ্ধে গাজিয়াবাদ পুলিশের করা পূর্বের ধর্ষণ মামলার বিবরণ অনুযায়ী, পুলিশের কাছে ভুক্তভোগী নারী দাবি করেন, তিনি পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু তিনি প্রতারণা ও নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন, ‘সে আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ। আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম।’ পুলিশের কাছে করা অভিযোগে এই নারী আরও বলেন, ‘আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি। মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। ও এবং ওর পরিবার আমাকে বারবার মিথ্যা আশ্বাস দিত।’

আরও পড়ুন

দয়াল এরপর নিজের আইনজীবীর মাধ্যমে পুলিশের কাছে করা লিখিত অভিযোগে সেই নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের পাল্টা অভিযোগ করেন। এহলাবাদের উচ্চ আদালত সেই নারীর অভিযোগের ভিত্তিতে দয়ালকে গ্রেপ্তারের নির্দেশ দেন। নিউজ১৮ জানিয়েছে, দুই বিচারক সিদ্ধার্থ বর্মা ও অনিল কুমারের বেঞ্চ এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদালত নির্দেশ দিয়েছেন, পাল্টা হলফনামা দাখিল করতে এবং বিবাদীর দাবির পরিপ্রেক্ষিতে বাদীর প্রতিক্রিয়া নিতে।

দয়াল ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের সদস্য। সর্বশেষ আসরে তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নেন। ২৭ বছর বয়সী এই পেসার ২০২২ আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের দলেও ছিলেন।