৫২ ধাপ এগিয়েও ১০০–এর বাইরে সৌম্য

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর সৌম্যএএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন জীবন পেয়েছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংসই মূলত তাঁকে নতুন করে শুরুর সুযোগ এনে দিয়েছে। সৌম্যর এমন ইনিংসের ছাপ পড়েছে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও।

বাঁহাতি এই ওপেনার ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন সিরিজের তৃতীয় ওয়ানডেতে অর্ধশতক করে ৯ ধাপ এগিয়েছেন। পেসার শরীফুল ইসলাম এগিয়েছেন ২৪ ধাপ।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৯ রান করে দল হারার পরও ম্যাচসেরা হয়েছিলেন সৌম্য। এমনকি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এশিয়ার কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও গড়েন তিনি।

তৃতীয় ওয়ানডেতে অর্ধশতক করেন নাজমুল
এএফপি

এমন ইনিংস খেলে ৫২ ধাপ এগোলেও সৌম্য এখনো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০০–এর মধ্যে ঢুকতে পারেননি। বর্তমানে তাঁর অবস্থান ১১১তম। সৌম্যর ক্যারিয়ার–সেরা অবস্থান ১৪তম। নাজমুল শেষ ওয়ানডেতে অপরাজিত ৫১ রান করে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৮৯তম। তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানে অলআউট করার পথে ৭ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন শরীফুল। তাতে ২৪ ধাপ এগিয়ে এই বাঁহাতি পেসার এখন ৩৫তম স্থানে।

আরও পড়ুন

কয়েক দিন আগে শেষ হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। যে সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিল সল্ট মোট রান করেছিলেন ৩৩১।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিল সল্ট মোট রান করেছিলেন ৩৩১
এএফপি

দ্বিপক্ষীয় কোনো টি-টোয়েন্টি সিরিজে যেটি সর্বোচ্চ। সল্ট ছাড়িয়ে গেছেন মোহাম্মদ রিজওয়ানের ৩১৬ রানের রেকর্ড। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সে রান করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান। সেটি অবশ্য ৭ ম্যাচের সিরিজে। এমন এক সিরিজ শেষে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন সল্ট, এখানেও ছাড়িয়ে গেছেন রিজওয়ানকে। ৭৮৭ পয়েন্ট নিয়ে রিজওয়ান এখন ৩ নম্বরে। সল্টের রেটিং পয়েন্ট ৮০২। যদিও শীর্ষে থাকা সূর্যকুমার যাদবকে আপাতত ছোঁয়া সম্ভব নয়। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৭।

বাঁহাতি স্পিনার আকিল হোসেন সর্বশেষ টি-টোয়েন্টিতে ২০ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন ৪ নম্বরে। একই ম্যাচে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ৭৫ ধাপ এগিয়েছেন গুড়াকেশ মোতি। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে যথারীতি শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন