অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়ে ২৮ ধাপ এগোলেন হেড

বিশ্বকাপের ফাইনালসেরা ট্রাভিস হেডরয়টার্স

শুধু বিশ্বকাপটাই জিততে পারেননি!

বিরাট কোহলি বাকি সবই করেছেন। এবারের বিশ্বকাপে ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন। সেমিফাইনালে শতকের পর ফাইনালে করেছেন অর্ধশতক। তাতে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কোহলি। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে শতক করে ২৮ ধাপ এগিয়েছেন ট্রাভিস হেড। সেমিফাইনালেও অর্ধশতক করেছিলেন তিনি।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের শুবমান গিল (৮২৬)। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান।

আরও পড়ুন

এবারের বিশ্বকাপে কোহলি ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০০৩ সালে শচীন টেন্ডুলকারের ৬৭৩ রানের রেকর্ড ভেঙে এক আসরে সর্বোচ্চ রান করেছেন এবার। সেরা পারফরম্যান্স সেমিফাইনালে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের ইনিংসটি ছিল টুর্নামেন্টে কোহলির তৃতীয় ও ওয়ানডেতে ৫০তম শতক, যে সেমিফাইনালে জিতে ১২ বছর পর ফাইনালে যায় ভারত। কোহলির বর্তমান রেটিং পয়েন্ট ৭৯১। শীর্ষে থাকা গিলের সঙ্গে তার রেটিং পয়েন্ট পার্থক্য ৩৫।

বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেননি কোহলি
এএফপি

গিলের বিশ্বকাপটা অবশ্য কোহলির মতো ততটা দুর্দান্ত কাটেনি। করেছেন মাত্র ৩৫৪ রান। এরপরও এই বিশ্বকাপে বাবর আজমকে সরিয়ে তিনি শীর্ষে উঠেছেন। ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখতে পারলে কোহলিও শীর্ষস্থান ফিরে পেতে পারেন।

একসময় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন কোহলি। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে টানা ১ হাজার ২৫৮ দিন শীর্ষে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

বিশ্বকাপে ৭৬৫ রান করেছেন কোহলি
এএফপি

কোহলির পরই অবস্থান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। বিশ্বকাপে রোহিতও ছিলেন দুর্দান্ত, করেছেন ৫৯৭ রান। সেমিফাইনাল ও ফাইনাল—দুই ম্যাচেই ঝোড়ো ৪৭ রানের ইনিংস খেলেছিলেন। তাতে তিনিও এক ধাপ এগিয়েছেন। ৭৬৯ পয়েন্ট নিয়ে তিনি আছেন চার নম্বরে। পাঁচ নম্বরে আছেন ওয়ানডে থেকে সরে দাঁড়ানো কুইন্টন ডি কক (৭৬০)। ৮২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাবর।

আগামী বছরের নভেম্বরের আগে বাবরদের কোনো ওয়ানডে নেই। ফাইনালে শতক করে অস্ট্রেলিয়া জেতানো ট্রাভিস হেড এগিয়েছেন ২৮ ধাপ। বর্তমানে তিনি আছেন ১৫ নম্বরে।

আরও পড়ুন

৭৪১ পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মহারাজ। ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে চার ধাপ এগিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। মিচেল স্টার্ক আট ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। সাত ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি আছেন ২৭ নম্বরে। ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা আছেন যথাক্রমে তিন ও চার নম্বরে। ৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব। দুই নম্বরে থাকা মোহাম্মদ নবীর পয়েন্ট ২৯৭।

আরও পড়ুন