রোনালদোর খাদ্যতালিকা নিয়ে মন্তব্য করে বিপাকে রমিজ রাজা

বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন রমিজ রাজাছবি : আইসিসি

ক্রিকেট খেলাটা তিনি ভালোই জানেন, তাঁর বিশ্লেষণও দুর্দান্ত। ক্রিকেটের ধারাভাষ্যকার হিসেবে খুব সুনামও আছে রমিজ রাজার। কিন্তু ফুটবল বা ফুটবলের তারকা খেলোয়াড়দের সম্পর্কে কি জানাশোনা আছে তাঁর?

সেটা রমিজই ভালো বলতে পারবেন, তবে ক্রিকেটবিষয়ক আলোচনায় এক টেলিভিশনে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর খাদ্যতালিকা নিয়ে মন্তব্য করে বিপাকেই পড়েছেন।

আরও পড়ুন
৩৮ বছর বয়সেও দারুণ ফিটনেস রোনালদোর
ছবি: এএফপি

যেকোনো খেলার খেলোয়াড়ের ফিটনেসের মূলে তাঁর খাদ্যতালিকা, এটা সবারই জানা। সেটা বোঝাতে গিয়ে ৩৮ বছর বয়সেও ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক পর্তুগিজ ফুটবলার রোনালদোর ফিটনেসের বিষয়টি টেনে আনেন রমিজ।

রোনালদোর এমন ফিটনেসের রহস্য যে তাঁর খাদ্যতালিকা, সেটা বোঝাতে গিয়ে রমিজ বলেছেন, ‘রোনালদোর খাদ্যতালিকা বানিয়ে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।’ এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ট্রলের শিকার হয়েছেন রমিজ।

আরও পড়ুন

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এ কারণেই তিনি পিসিবির প্রধান হিসেবে আর নেই।’ আরেকজন লিখেছেন, ‘আপনি এভাবে বিশ্বের সামনে নিজেকে বিব্রত করবেন না।’ এর আগে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মাসাবা গুপ্তকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন রমিজ রাজা।

আরও পড়ুন