এশিয়া কাপে আজ আবার মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান। গ্রুপ পর্বের সাক্ষাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তবে আজ তাদের খেলতে নামতে হচ্ছে সেই ম্যাচে ব্যাট হাতে ২৯ বলে ৩৫ রান করা রবীন্দ্র জাদেজাকে ছাড়াই। চোট তাঁকে মাঠের বাইরে ছিটকে ফেলেছে। চোট হানা দিয়েছে পাকিস্তান দলেও। এই ম্যাচে তারা পাচ্ছে না পেসার শাহনেওয়াজ দাহানিকে।
দুই দলের অবস্থা যখন এই, আজ কোন দল জিতবে বলে মনে করেন পাঠক? আপনার মতামত জানান ভোটে।