যেভাবে বাবার জন্মদিন উদ্‌যাপন করলেন শেন ওয়ার্নের ছেলে

শেন ওয়ার্ন ও জ্যাকসন ওয়ার্ন। বাবা–ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতোছবি : ইনস্টাগ্রাম

ক্রিকেট মহাকাশ থেকে গত বছরের ৪ মার্চ যেন আচমকা অঝোর বৃষ্টি নামে। অবিশ্বাসের ঘোরে বন্দী হয়ে পড়েন সবাই।

খেলাটির অন্যতম উজ্জ্বল নক্ষত্র, লেগ স্পিনশিল্পের সবচেয়ে নিখুঁত শিল্পী শেন ওয়ার্ন সেদিন সবাইকে চমকে দিয়ে মৃত্যুদূতের ফ্লিপারে হন বোল্ড। সেটাও জন্মভূমি অস্ট্রেলিয়া থেকে সাত হাজার কিলোমিটার দূরের দেশ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে; যেখানে বন্ধুদের নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন।

বিংশ শতাব্দীর সেরা বলটা যাঁর হাত থেকে বেরিয়েছিল, সেই ওয়ার্নের আজ ৫৪তম জন্মদিন। বিশেষ দিনটিতে বাবাকে হয়তো ভীষণ মনে পড়ছিল ছেলে জ্যাকসন ওয়ার্নের। বাবা-ছেলের সম্পর্ক যে ছিল ঘনিষ্ঠ বন্ধুর মতো। তাই ইনস্টাগ্রামে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও পোস্ট করে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন।

আবেগঘন ভিডিওতে জ্যাকসন বলেন, ‘বাবা বেঁচে থাকলে আজ ৫৪তম জন্মদিন পালন করতেন। শুভ জন্মদিন বাবা। আমার মনে হয়েছে, এমন দিনে বেদনাতুর ভাষায় বিশাল কোনো গল্প লেখার চেয়ে সেই কাজগুলো করব, যেটা বাবা করতে পছন্দ করতেন এবং আমাকে খুশি রাখতেন।’

এমন তিনটি জিনিস আছে, যেগুলো ওয়ার্ন খুব পছন্দ করতেন। বাবার জন্মদিনে সেই তিনটি কাজ করেছেন ছেলে জ্যাকসন। এ ব্যাপারে বলেছেন, ‘আমি এরই মধ্যে জিম থেকে এসেছি। এখন বাবার তিনটি প্রিয় কাজ করব, যা তিনি সব সময় করতেন। প্রথমত, বাবা ম্যাকেজ (এক ধরনের বার্গার) খেতে খুব ভালোবাসতেন। মধ্যাহ্নভোজ হোক কিংবা নৈশভোজ, দিনে অন্তত একবার ম্যাকেজ ছাড়া তাঁর চলত না। দ্বিতীয় জিনিস যেটা বাবা খুব ভালোবাসতেন, সেটা হলো টিভি অনুষ্ঠান টু অ্যান্ড অ্যা হাফ মেন দেখা।’

আরও পড়ুন

এই অনুষ্ঠানের মূল চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা চার্লি শিন। তাঁর কোনো পর্বই শেন ওয়ার্ন মিস করতেন না জানিয়ে জ্যাকসন নিশ্চিত করেছেন, আজ তিনিও টু অ্যান্ড অ্যা হাফ মেন দেখবেন।

লাস ভেগাসে গত বছর ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে অংশ নিয়ে শেন ওয়ার্নের স্বপ্ন পূরণ করেছেন জ্যাকসন
ছবি : ইনস্টাগ্রাম

শেন ওয়ার্নের আরেকটি পছন্দের জিনিস ছিল পোকার খেলা। জ্যাকসন নিজে একজন পোকার খেলোয়াড়। ওয়ার্নের অনুপ্রেরণাতেই পোকার খেলোয়াড় হয়েছেন জানিয়ে জ্যাকসন বলেছেন, ‘আমি যখনই খেলতাম, বাবা আমার জন্য গলা ফাটাতেন। তাই আজ আমি পোকারও খেলব।’

ওয়ার্নের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁর ছেলে বড় পোকার খেলোয়াড় হবেন। গত বছর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়ে বাবার সেই স্বপ্ন পূরণ করেছেন জ্যাকসন।

আরও পড়ুন

ওয়ার্নের ৫৪তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), মেরিলেবোন ক্রিকেট ক্লাবসহ বেশ কিছু সংস্থা। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং-মোহাম্মদ কাইফ-প্রজ্ঞান ওঝারাও ওয়ার্নকে স্মরণ করেছেন।

ওঝা তাঁর পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট মাঠে শেন ওয়ার্নের বোলিং জাদু ছিল ব্যাখ্যাতীত। আজ সেই কিংবদন্তির জন্মদিন উদ্‌যাপন করছি। তাঁর কীর্তি কখনো ম্লান হবে না।’