‘এত কলা বানরও খায় না’—পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা আকরামের
সময় খারাপ গেলে যা হয় আরকি! তখন সবকিছুতেই দোষ ধরা পড়ে। পাকিস্তান দলের হয়েছে এখন সেই দশা। নিজের দেশে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানদের। কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা পাকিস্তানের জন্য স্রেফ নিয়ম রক্ষার, বাংলাদেশের জন্যও তা-ই।
মাঠে পারফরম্যান্স খারাপ হলে চারদিক থেকেই সমালোচনার তির ছুটে আসে। তখন হাঁটাচলা, কথা বলা, এমনকি খাওয়া—সবকিছুতেই দোষ ধরা পড়ে। রিজওয়ানের দলও এমন তীব্র সমালোচনার মধ্যে পড়েছে। আর সবচেয়ে বেশি সমালোচনা করছেন তাঁদের পূর্বসূরিরাই। কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম যেমন পাকিস্তানের খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন তুলেছেন।
২০ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে একেবারে অসহায় আত্মসমর্পণ করে হেরেছে পাকিস্তান। পাকিস্তানের করা ২৪১ রান তাড়া করতে নেমে রোহিত শর্মারা জিতেছেন ৪৫ বল ও ৬ উইকেট হাতে রেখে। ওই ম্যাচের পরই টেন স্পোর্টসের এক শোতে পাকিস্তানি খেলোয়াড়ের খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম। ‘ড্রেসিং রুম’ নামে সেই শোতে আকরামের সঙ্গে অতিথি ছিলেন আরেক কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস, সাবেক ভারতীয় ব্যাটসম্যান অজয় জাদেজা ও অলরাউন্ডার নিখিল চোপড়া।
আলোচনার এক পর্যায়ে ওয়াসিম আকরাম বলেছেন, ‘আমি আপনাদের তিনজনের কাছে একটা ব্যাপার জানতে চাই। একটা ঘটনার কথা বলছি, সম্ভবত আজকের ম্যাচের দ্বিতীয় বা তৃতীয় পানি পানের বিরতির সময়। আমি দেখলাম, এক প্লেট কলা নিয়ে আসা হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য। এত কলা তো বানরও খায় না। এটা ওদের ডায়েট!’
তারপর আকরাম ওয়াকারের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘তুমি বোলিং করার সময় কয়টা কলা খেতে?’ প্রশ্ন শুনে ওয়াকার হাসতে হাসতে বলেন, ‘আমার মনে নেই।’ আকরাম তারপর হাসতে হাসতে বলেন, ‘ভাবুন, আমাদের সময় আমরা যদি এভাবে কলা খেতাম বোলিংয়ের সময় আর অধিনায়ক ইমরান ভাই আমাদের দেখতেন, পিটিয়েই মেরে ফেলতেন।’
পুরো অনুষ্ঠানে তখন হাসির রোল।