পাকিস্তানের জয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার অনুশীলনে পেসার কাগিসো রাবাদা। আজ ইডেনেছবি: এএফপি

বেঙ্গালুরুতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান বৃষ্টি আইনে ২১ রানে জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল প্রোটিয়ারা।

আরও পড়ুন

৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২ পয়েন্ট, অবস্থান দুইয়ে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে এবং এই শীর্ষ চার থেকে নেমে যাওয়ার কোনো ঝুঁকি নেই দক্ষিণ আফ্রিকার।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ পাকিস্তানের জয়ের সুবিধাটা পেয়েছে দক্ষিণ আফ্রিকা
ছবি: এএফপি

শীর্ষে থাকা ভারত ও দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পর পয়েন্ট তালিকার পরের চারটি দলের অবস্থানে তাকানো যাক। অস্ট্রেলিয়ার হাতে আছে ৩ ম্যাচ (অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচের আগপর্যন্ত)। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান তিনে। প্যাট কামিন্সের দল বাকি ৩ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৪।

আরও পড়ুন

চারে থাকা নিউজিল্যান্ড ও পাঁচে থাকা পাকিস্তানের হাতে আছে আর ১টি করে ম্যাচ। ১০ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না এ দুটি দল। ছয়ে থাকা আফগানিস্তানের সংগ্রহও ৭ ম্যাচে ৮ পয়েন্ট। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

আফগানিস্তান উভয় ম্যাচে জিতে ১২ পয়েন্ট করে ফেললেও দক্ষিণ আফ্রিকার কোনো বিপদ হবে না। কেননা, তখনো পয়েন্ট তালিকার শীর্ষ চারের মধ্যেই থাকবে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন