টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশের যুবারা

টানা দুই জয় পেয়েছে বাংলাদেশের যুবারাবিসিবি

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারে স্পোর্টস ক্লাবে আজ স্বাগতিক জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করে ৮ উইকেটে ২৭৪ রান। রান তাড়ায় জিম্বাবুইয়ানরা ৪২.২ ওভারে অলআউট ১৮৩ রানে। আগের ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক সামিউন বাসীর আজ বাঁহাতি স্পিনে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুন

টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। গত পরশু দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছিলেন আজিজুলরা। ত্রিদেশীয় এই সিরিজে সব মিলিয়ে তিনবার একে-অন্যের মুখোমুখি হবে দলগুলো। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।  

আজ ব্যাট করতে নেমে পাওয়ার-প্লের ১০ ওভারে ৭০ রান তোলে বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় পাওয়ার-প্লের প্রথম বলেই ৩৫ বলে ৩১ রান করা রিফাত বেগ আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। তাঁর সঙ্গী জাওয়াদ আবরার শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন।  ৬৩ বলে ১২ চার ও ১ ছক্কায় তাঁর ইনিংসটি থামে ৮২ রানে। দলকে ১৪৭ রানে রেখে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে।  

টসের সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ে যুব দলের অধিনায়ক
এক্স

তবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেউই ইনিংস তেমন বড় করতে পারেননি। তাঁদের ভেতর ৬৪ বলে ৫৪ রানে অপরাজিত থাকা মোহাম্মদ আবদুল্লাহই ছিলেন ব্যতিক্রম। দেবাশিস দেবার ব্যাটে ৩৬ বলে ২৪ রান এলে বাংলাদেশ আড়াই শ পার করে।

বড় রান তাড়ায় নামা জিম্বাবুয়ে শুরুটা ভালোই করেছিল। দলটির ওপেনার নাথানিয়েল লাবানগানা ফিফটি তুলে নেন। তবে ৭২ বলে ৫৩ রান করে স্বাধীন ইসলামের বলে তিনি বোল্ড হয়ে গেলে দলটি আর বেশি দূর যেতে পারেনি। ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ব্রেন্ডন সেনজেরে। সামিউন ছাড়া একাধিক উইকেট নিয়েছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম। দুজনই পেয়েছেন ২টি করে উইকেট।
৩১ জুলাই নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আরও পড়ুন