সরাসরি

ঢাকা–রাজশাহী: রান তাড়ায় পাওয়ার প্লেতে ৬০ রান রাজশাহীর

১৪: ২৭

পাওয়ার প্লেতে ৬০ রান রাজশাহীর

জিতলেই প্লে অফ, এমন সমীকরণে ম্যাচে রান তাড়ায় ভালো শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৬০ রান তুলেছে দলটি।

উদ্বোধনী জুটিতে তানজিদ হাসানকে নিয়ে ৩৮ রান তোলার পর বিদায় নিয়েছেন মুহাম্মদ ওয়াসিম। ১৩ বলে ২২ রান করা আমিরাতি ওপেনারকে পঞ্চম ওভারে ফিরিয়েছেন নাসির হোসেন।

ওয়াসিমের বিদায়ের পর উইকেটে এসেছেন নাজমুল হোসেন।

১৩: ৪৫

রিপন মণ্ডলের হ্যাটট্রিক

হ্যাটট্রিক পেয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল
ওয়ালটন

শেষ ওভারটা ৭ উইকেটে ১২৮ রান নিয়ে শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। ওভারটা শেষ হয়েছে রিপন মণ্ডলের হ্যাটট্রিকে। রাজশাহী ওয়ারিয়র্সের পেসার শেষ তিন বলে ফিরিয়েছেন সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে।

প্রথম দুজন ক্যাচ দিয়ে ফেরার পর তাইজুলকে বোল্ড করেছেন রিপন। ঢাকা অলআউট হলো ১৩১ রানে। অথচ শুরুটা কী দারুণই না করেছিল দলটি। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৪ রান তুলেছিল ঢাকা। সপ্তম ওভারে বোলিং এসেই আবদুল গাফফার সাকলাইন ২ উইকেট নেওয়ার পর নিয়মিত উইকেট হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। শেষ ১৪ ওভারে ৬৭ রান তুলতে ১০ উইকেট হারিয়েছে ঢাকা। দলটির হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন পাকিস্তানি ওপেনার উসমান খান।

মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরীর পর তৃতীয় বোলার হিসেবে এবারের বিপিএলে হ্যাটট্রিক পেলেন রিপন মণ্ডল।
১৩: ৩৪

টি–টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেট সাকলাইনের

ঢাকা ক্যাপিটালস: ১৮ ওভারে ১১৪/৭

সপ্তম উইকেট হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শামীম হোসেনকে (৬ বলে ৭ রান) এলবিডব্লু করে ২০ ম্যাচের টি–টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেট পেয়ে গেলেন মিডিয়াম পেসার আবদুল গাফফার সাকলাইন।

১১০ রানে সপ্তম উইকেট হারাল ঢাকা ক্যাপিটালস। এর আগের ওভারে বিনুরা ফার্নান্ডো আউট করেছেন নাসির হোসেনকে (২৭ বলে ২৪ রান)।

১৩: ১৮

ইমাদকে ফেরালেন সাকলাইন, ৫ উইকেট নেই ঢাকার

তৃতীয় উইকেট পেয়ে গেলেন আবদুল গাফফার সাকলাইন। রাজশাহীর পেসার এবার ফিরিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। ১০২ রানে পঞ্চম উইকেট খোয়াল বিনা উইকেটে ৫৪ রান তুলে ফেলা রাজশাহী।

১১ বলে ১১ রান করে বিদায় নিলেন ইমাদ। ১৫.১ ওভারে রাজশাহীর স্কোর ১০২/৫।

১৩: ০২

মিঠুনকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট পেলেন রুবেল

আরেকটি উইকেট হারাল ঢাকা ক্যাপিটালস। ১২তম ওভারের পঞ্চম বলে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট পেয়েছেন মোহাম্মদ রুবেল। বিনা উইকেটে ৫৪ থেকে ঢাকার স্কোর এখন ৮২/৪ (১২)।

১২: ৪২

বিপিএলে প্রথম উইকেট রুবেলের

ঢাকা ক্যাপিটালস: ৮ ওভারে ৬১/৩

বিপিএল অভিষেকে নিজের তৃতীয় ওভারে প্রথম উইকেট পেলেন রাজশাহী ওয়ারিয়র্সের অফ স্পিনার মোহাম্মদ রুবেল। অষ্টম ওভারে ঢাকা ক্যাপিটালস ওপেনার আবদুল্লাহ আল মামুনকে বোল্ড করেছেন রুবেল। মামুন করেছেন ১৩ বলে ১২ রান।

বিনা উইকেটে ৫৪ রান নিয়ে পাওয়া প্লে শেষ করা ঢাকার স্কোর এখন ৬১/৩। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে ব্যাট করছেন নাসির হোসেন।

১২: ৩৩

বোলিংয়ে এসেই উসমান ও সাইফকে ফেরালেন সাকলাইন

ঢাকা ক্যাপিটালস: ৭ ওভারে ৫৫/২

সপ্তম ওভারে বোলিংয়ে এসেই ২ উইকেট পেয়ে গেছেন রাজশাহীর পেসার আবদুল গাফফার সাকলাইন। ওভারের দ্বিতীয় বলে উসমান খানকে বোল্ড করা সাকলাইন পরের বলে সাইফ হাসানকে ফিরিয়েছেন রিভিউ নিয়ে এলবিডব্লু করে। হ্যাটট্রিক অবশ্য পাননি সাকলাইন

১২: ২৮

পাওয়ার প্লেতে ৫৪/০, ঢাকার ভালো শুরু

উদ্বোধনী জুটিতে ৫৪ রান করেছেন ঢাকা ক্যাপিটালসের উসমান খান ও আবদুল্লাহ আল মামুন
ওয়ালটন

সিলেট পর্বের শেষ ম্যাচে ভালো শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তুলেছে দলটি। উসমান খান ২৫ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন।

১২: ০৭

২ ওভারে ৯ রান

শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্ডোর করা প্রথম ওভারে ৭ রান তুলেছে ঢাকা ক্যাপিটালস। দলটির হয়ে ওপেন করছেন আবদুল্লাহ আল মামুন ও উসমান খান। দ্বিতীয় ওভারটি করছেন বিপিএল অভিষিক্ত অফ স্পিনার মোহাম্মদ রুবেল। বিপিএলে নিজের প্রথম ওভারে ২ রান দিয়েছেন রুবেল

১১: ৪৩

রাজশাহী জিতলে প্লে–অফ নিশ্চিত হবে তিন দলের

আজ হেরে গেলে ঢাকার পয়েন্ট ৮–এর বেশি হওয়ার সম্ভাবনা নেই। নোয়াখালী এক্সপ্রেসের পয়েন্টও ৮–এর বেশি হওয়ার সুযোগ নেই। যার অর্থ আজ ঢাকা হেরে গেলে ১০ পয়েন্ট নিয়ে আপাতত সবার ওপরে থাকা দুই দল চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসেরও প্লে–অফ নিশ্চিত হয়ে যাবে।

১১: ৪১

টসে জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস

সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ জিতলে প্রথম দল হিসেবে প্লে–অফ নিশ্চিত করবে রাজশাহী। ৭ ম্যাচে রাজশাহীর পয়েন্ট ১০, সমান ম্যাচে ঢাকার পয়েন্ট ৪।