এশিয়ায় সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার, বিপদে শ্রীলঙ্কা
বৃষ্টি নামায় দিনের খেলা শেষ হলো একটু আগেভাগেই। তাতে স্বস্তিই পেয়েছে শ্রীলঙ্কা। যত খেলা হবে, ততই যে উইকেট পড়ার শঙ্কা।
পৌনে দুই দিন ফিল্ডিং করার পর দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। ৪৪ রানের মধ্যেই ড্রেসিংরুমে ফিরে গেছেন ৩ জন। দিনেশ চান্ডিমাল আর কামিন্দু মেন্ডিস যখন মাঠ ছাড়ছিলেন, মাথার ওপর অস্ট্রেলিয়ার চাপানো রান-পাহাড়। সাত সেশনের বেশি সময় ব্যাট করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৬৫৪ রানে। এটি শ্রীলঙ্কায় তো বটেই, এশিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সংগ্রহ।
আগের দিন তিন অঙ্ক ছোঁয়া উসমান খাজা নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। সেঞ্চুরি করেছেন অভিষিক্ত জশ ইংলিসও।
দিনের শেষ সেশনে ১৫ ওভার ব্যাট করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই ম্যাথু কুনেমানের বলে এলবিডব্লিউ হয়েছেন ওশাদা ফার্নান্দো। এরপর মিচেল স্টার্ক দিমুত করুনারত্নেকে আর নাথান লায়ন অ্যাঞ্জেলো ম্যাথুসকে তুলে নিয়ে বিপদ বাড়ে শ্রীলঙ্কার।
এর আগে অস্ট্রেলিয়া আগের দিনের ২ উইকেটে ৩৩০ রানের সঙ্গে আরও ৩২৪ রান যোগ করে। ১৪৭ রান নিয়ে দিন শুরু করা খাজা আউট হন ২৩২ রান করে। ৭৯ টেস্টের ক্যারিয়ারের এটি তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। তৃতীয় উইকেটে খাজা ও স্টিভেন স্মিথের জুটিতে যোগ হয় মোট ২৬৬ রান, যা এশিয়ায় যেকোনো উইকেটে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ ও তৃতীয় উইকেটে সর্বোচ্চ।
খাজার ডাবল সেঞ্চুরির দিনে ইংলিস করেছেন ১০২ রান। ৯০ বলে সেঞ্চুরি ছুঁয়ে অভিষেকে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬৫৪ রান তুলে, যা এশিয়ায় তাঁদের সর্বোচ্চ। এশিয়ায় এত দিন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছিল ১৯৮০ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ৬১৭ রান।