পাকিস্তানের নতুন প্রধান কোচ ব্র্যাডবার্ন

পাকিস্তান দলের নতুন কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নছবি: এএফপি

পাকিস্তান পুরুষ দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। দুই বছরের জন্য নিউজিল্যান্ডের এই কোচকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ব্র্যাডবার্ন।

সেই সিরিজে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল ৪–১ ব্যবধানে হারায় নিউজিল্যান্ডকে। তখন কিছু সময়ের জন্য আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে আসে পাকিস্তান। এর আগে দুই দলের পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ড্র হয় ২–২ ব্যবধানে।

আরও পড়ুন

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্র্যাডবার্নকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান দল। ২০২০ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন এই কিউই কোচ। এরপর তিনি কাজ করেন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। আর এবার পেলেন প্রধান কোচের দায়িত্ব। এ নিয়ে দ্বিতীয় কোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ব্র্যাডবার্ন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন এই কিউই কোচ।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ব্র্যাডবার্ন বলেছেন, ‘দারুণ প্রতিভাবান এবং দক্ষতাসম্পন্ন পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে কাজ করতে পারা আমার জন্য দারুণ সম্মানের।’

ব্র্যাডবার্নকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে পিসিবির সভাপতি নাজাম শেঠি বলেছেন, ‘গ্র্যান্ট ব্র্যাডবার্নকে আমাদের পুরুষদের দলের কোচ নিয়োগ দিতে পেরে আমি আনন্দিত। ব্র্যাডবার্ন অভিজ্ঞতার ভান্ডার নিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন। আমাদের পুরুষ দলের সঙ্গে এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির সঙ্গে আগের কাজের অভিজ্ঞতার কারণে সে আমাদের ক্রিকেট–সংস্কৃতি এবং দর্শনকে ভালোভাবে বুঝতে পারে। আর দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সে যোগ্য ব্যক্তি।’

আরও পড়ুন

ব্র্যাডবার্নের অভিজ্ঞতা পাকিস্তান দলকে সমৃদ্ধ করবে জানিয়ে পিসিবি সভাপতি বলেছেন, ‘মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পর ব্র্যাডবার্নকে নিয়ে আসা আমাদের যোগ্য কোচিং প্যানেল গড়ার যে প্রচেষ্টা, তাকে আরেক ধাপ এগিয়ে নেবে। আমাদের খেলোয়াড়েরা তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে এবং তিন সংস্করণেই বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারবে।’