বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া হাসান আলীর মায়ের কাছ থেকে ২ লাখ রুপি ছিনতাই
এক বছর পর পাকিস্তান জাতীয় দলে ফেরার দিনটা মিশ্র অভিজ্ঞতায় কেটেছে হাসান আলীর। বাংলাদেশের বিপক্ষে পরশু রাতে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে পাকিস্তানের ৩৭ রানের জয়ে ৫ উইকেট নেন এই পেসার।
কিন্তু এ রাতেই হাসানের মা গুজরানওয়ালায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে এক সিনিয়র পুলিশ অফিশিয়ালের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
গুজরানওয়ালা সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) মুহাম্মদ আয়াজ সালিমের অফিস থেকে জানানো হয়, হাসানের মা রাস্তার এক পাশে অপেক্ষা করছিলেন তাঁর আরেক সন্তান খুররমের জন্য। ছেলের সঙ্গে বাজারে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
সংবাদমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে করে এক ব্যক্তি হাসানের মায়ের কাছ থেকে জোর করে তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নেন। হাসনাইন সিটির কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
গুজরানওয়ালা সিটি পুলিশের কর্মকর্তা সালিম বলেছেন, ‘এক ছিনতাইকারী তাঁর ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। খুররম আলী বলেছেন ব্যাগে ২ লাখ ৩০ হাজার রুপি ছিল।’
এই ঘটনায় পাকিস্তান পেনাল কোডের ৩৫৬ ও ৩৭৯ ধারায় দুষ্কুতকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ।
সিপিও সালিম আরও বলেছেন, ‘অপরাধীকে গ্রেপ্তার করতে শহরের এসপির অধীন পুলিশের একটি দল গঠন করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও জিও ফেন্সিং হস্তগত হয়েছে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
ডন জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন শহরে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। চলতি মাসের শুরুতে পাঞ্জাব পুলিশের ই–গ্যাজেট মনিটরিং সিস্টেম চুরি যাওয়া কিংবা ছিনতাইয়ের শিকার হওয়া ১০০ ফোন উদ্ধার করেছে। অপরাধীরা কালোবাজারে এই ফোনগুলো বিক্রির চেষ্টা করছিলেন।
উমর গুল, সুফিয়ান মুকিম ও ইমাদ ওয়াসিমের পর চতুর্থ পাকিস্তানি বোলার হিসেবে টি–টোয়েন্টিতে ৫ উইকেট নেন হাসান। পাকিস্তানের হয়ে এর আগে সর্বশেষ গত বছর ১৪ মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি খেলেন ৩০ বছর বয়সী এ পেসার।