ইংল্যান্ড সিরিজে কোহলির ফেরা অনিশ্চিত

পরিবারকে সময় দিচ্ছেন কোহলিইনস্টাগ্রাম/বিরাট কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক বর্তমানে পরিবার নিয়ে আছেন দেশের বাইরে। কোহলিকে পরের তিন টেস্টে ভারত পাবে কি না, সেটা এখনো অনিশ্চিত।

পরের তিন টেস্টে কোহলিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে কোহলির সঙ্গে দ্রুতই বসবে ভারতের নির্বাচক কমিটি, সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো এই খবর দিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বোর্ডের এক সূত্রের মাধ্যমে জানিয়েছে, মাঠে ফেরার জন্য বোর্ড কোহলিকে কোনো চাপ দেবে না। তবে যেহেতু ভারতের বর্তমান দলের মিডল অর্ডার অভিজ্ঞ নয়, সে ক্ষেত্রে তারা কোহলির সঙ্গে বসবে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করছেন শ্রেয়াস আইয়ার, রজত পাতিদার, অক্ষর প্যাটেল, কে এস ভরত। চোটের কারণে এই টেস্টে নেই লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। রাহুল তৃতীয় টেস্টে ফিরতে পারেন। তবে জাদেজার এই সিরিজে খেলা নিয়ে শঙ্কা আছে।

ইংল্যান্ড সিরিজে কি কোহলিকে দেখা যাবে
ইনস্টাগ্রাম/বিরাট কোহলি

টাইমস অব ইন্ডিয়া বোর্ডের এক কর্তার নাম প্রকাশ না করে তাঁকে এভাবে উদ্ধৃত করেছে, ‘সিদ্ধান্ত পুরোটাই কোহলির ওপর। বোর্ড তার ব্যক্তিগত কারণ বা জায়গাকে সম্মান করে। মনে হচ্ছে, রাহুল ঠিকভাবেই সেরে উঠছে। ওর তৃতীয় টেস্টে ফেরার জোরালো সম্ভাবনা আছে।’

আরও পড়ুন

কোহলি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ছুটি নেওয়ার পর গুঞ্জন উঠেছিল, তাঁর মা সরোজ কোহলি অসুস্থ। তবে কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ ডি ভিলিয়ার্স জানিয়েছেন ভিন্ন তথ্য। তিনি জানিয়েছেন, কোহলি–আনুশকা দম্পতি দ্বিতীয় সন্তানের বাবা–মা হতে চলেছেন।

কোহলি–আনুশকা দম্পতি
ইনস্টাগ্রাম/বিরাট কোহলি

গতকাল ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে কোহলির ছুটির প্রসঙ্গ ধরে বলেছেন, ‘আমি জানি, সে ভালো আছে। সে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এ কারণেই প্রথম দুই ম্যাচে সে খেলছে না। আমি এর বাইরে আর কিছু নিশ্চিত করছি না। ওকে ফিরতে দেখার অপেক্ষা করছি এখন। সে ভালো আছে। খুশি আছে।’

আরও পড়ুন